৭৩ বছর বয়েসে প্রয়াত হয়েছেন কিংবদন্তি তবলা-শিল্পী উস্তাদ জাকির হুসেন (Zakir Hussain)। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর হাসপাতালে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে মারা যান তবলা সম্রাট। রবিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হন, জাকির হুসেন মারা গিয়েছেন। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে সেই সময় বলা হয়েছিল, তিনি গুরুতর অসুস্থ, মারা যাননি। কয়েক ঘণ্টা পরে অবশ্য তাঁর পরিবারের পক্ষ থেকে জাাননো হয়, জাকির হুসেন মারা গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম বললেন, "জাকির ভাইকে নিয়ে এরকম একটা খবর শুনবো, আশা করিনি। খুব হতাশ লাগছে। আমি জানতামই না উনি অসুস্থ। ওঁর ভাই তৌফিকের সঙ্গে কথা বলে বুঝতে পারছিলাম, জাকির ভাই আর বাঁচবেন না।"
দেখুন কী বললেন সোনু নিগম
VIDEO | "It is very sad. Zakir bhai, we didn’t expect this. I had no clue that he was unwell. When I spoke to his brother, Taufiq, I got a hint that he was probably not going to survive,” says Sonu Nigam paying tribute to Zakir Hussain.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/ko4ZfaYcMV
— Press Trust of India (@PTI_News) December 16, 2024
বিশিষ্ট সঙ্গীতশিল্পী উদিত নারায়ন বললেন, "জাকির হুসেন হলেন ভারতের গর্ব। এখনও বিশ্বাস হচ্ছে না উনি আর আমাদের মধ্যে নেই। ভগবানের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি।"