Bashar Al-Assad (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৭ ডিসেম্বর: সিরিয়া (Syria) থেকে পালানোর পর সোমবার প্রথম বিবৃতি প্রকাশ করলেন বাশার আল-আসাদ (Bashar Al-Assad)। রাশিয়ায় (Russia) গিয়ে আশ্রয় নেওয়ার পর, এই প্রথম পুতিনের দেশ থেকে নিজের প্রথম বিবৃতি প্রকাশ করেন আসাদ। রাশিয়া থেকে তাহির আল-শামকে জঙ্গি নামে অভিহিত করেন বাশার। প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, সিরিয়া বর্তমানে যাদের হাতে গিয়েছে,তারা জঙ্গি। প্রসঙ্গত চলতি মাসের ৮ তারিখ দামাস্কাস দখল করে তাহির আল-শাম। তাহির আল-শাম দামাস্কাস দখল করতেই স্বপরিবারে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। যার জেরে বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। ৫৯ বছর বয়সী বাশার সিরিয়া ছেড়ে পালাতেই দামাস্কাসে কবজা জমিয়ে বসে তাহির আল-শাম।

আরও পড়ুন: Israel Attacks Syria: সিরিয়ায় ভয়ঙ্কর প্রাণঘাতী বোমা ফেলল ইজরায়েল, ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, দেখুন ভিডিয়ো

বাশার বলেন, তাঁর সিরিয়া ছাড়ার বিষয়টি আগে থেকে কোনওভাবেই পরিকল্পনা করা ছিল না। এমনকী সিরিয়ায় যখন শেষ মুহূর্তে বিদ্রোহীদের সঙ্গে তাঁর সেনা বাহিনী লড়ছিল, সেই সময়ও তাঁর কোনওভাবে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল না বলে জানান বাশার আল-আসাদ।

এদিকে বাশার সিরিয়া ছাড়তেই সে দেশের টারটাস প্রদেশে শক্তিশালী বোমা ফেলে ইজরায়েল। যার জেরে প্রায় গোটা সিরিয়া এবং সেখানকার পড়শি দেশের সীমান্তও কেঁপে ওঠে। প্রচণ্ড বিস্ফোরণে সিরিয়ার টারটাস প্রদেশ কেঁপে উঠতেই তা নিয়ে হু হু করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে পালাতেই সেখান হামলা শুরু করে ইজরায়েল। অধিকৃত গোলান হাইটস থেকে একের পর এক হামলা চালায় আইডিএফ। সেই সঙ্গে আকাশ পথেও সিরিয়ার রাজধানী দামাস্কাসে চলতে শুরু করে ইজরায়েলের হামলা। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কনে আসাদ পালাতেই সিরিয়ায় যাতে হামাস এবং হেজবুল্লার মত জঙ্গি গোষ্ঠী আস্তানা তৈরি করতেনা পারে, তার জন্যই ইজরায়েল পালটা হামলা শুরু করেছে বলে দাবি করেন বেঞ্জামিন নেতানিয়াহু।