মুম্বই, ১৭ ডিসেম্বরঃ পর্নোগ্রাফিকাণ্ডে (Pornography Case) নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)। পর্নোগ্রাফি কেলেঙ্কারির সঙ্গে আর্থিক তছরূপের অভিযোগও রয়েছে রাজের বিরুদ্ধে। পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ২০২১ সালের জুন মাসে গ্রেফতার হন অভিনেত্রীর স্বামী। দুমাস হাজতবাসের পর জেলমুক্তি হয় রাজের। পর্নোগ্রাফি মামলায় শিল্পপতি রাজ কুন্দ্রাকেই মূল চক্রান্তকারী হিসআবে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দীর্ঘ তিন বছর পর অবশেষে মুখ খুললেন শিল্পা-পতী। বললেন, 'এই সমস্ত অভিযোগ আমার নাম খারাপ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়'।
পর্নোগ্রাফিকাণ্ড (Pornography Case) নিয়ে প্রথমবার মুখ খুলেছেন রাজ। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে রাজ সরাসরি ব্যবসায়ীক প্রতিহিংসার দিকেই ইঙ্গিত করলেন। বললেন, 'কোন বড় ষড়যন্ত্র চলছে, কেউ বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে। আপনি যখন এই দেশে ব্যবসা করবেন স্বাভাবিকভাবেই আপনি বন্ধুর পাশাপাশি শত্রুও তৈরি করবেন। তেমনই আমারও একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়েছিল'। শিল্পপতি আরও জানান, পুলিশ হেফাজতে থাকাকালীন তেমন ইঙ্গিতই তিনি পেয়েছিলেন। মাঝরাতে লোকজন এসে তাঁকে হুমকি দিত। সেই থেকেই তিনি গোটা প্রতিহিংসার ষড়যন্ত্রের আভাস পান। রাজ বলেন, সেই সমস্ত তথ্য তিনি সিবিাআইকে দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের উপর ভরসা রেখেছেন।
'পর্নোগ্রাফিকাণ্ডে আমি কখনও জড়িত ছিলামই না', বললেন রাজ...
#WATCH | Mumbai | On the pornography case, Businessman Raj Kundra says "There must be someone behind this, definitely...When you do business in this country, naturally you make friends as well as enemies. I had an issue with a business rival and when I was in police custody,… https://t.co/aGYSD5I0Ev pic.twitter.com/PEPGowLA4q
— ANI (@ANI) December 17, 2024
তবে জেল, সিবিআই, ইডি এত কিছুর পরেও চুপ ছিলেন অভিনেত্রীর স্বামী। প্রকাশ্যে কখনই এই বিষয়ে কোন মন্তব্য করেননি। তিন বছর পর গিয়ে পর্নোগ্রাফিকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ। জানালেন, 'গত তিন বছরে মিডিয়া এত জল্পনা-কল্পনা করেছিল, এখানে আমার কিছু বলার প্রয়োজন ছিল না। তাই নীরব থাকাটাই শ্রেয় মনে হয়েছিল। কিন্তু যখন আমার পরিবারের উপর আঁচ আসে, পরিবার জড়িয়ে সেখানে তো আমায় কথা বলতেই হবে'।