নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের পর এবার চ্যাটজিপিটি ডাউন (ChatGPT Down)। বুধবার রাতে হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দেয়। আজ সকাল থেকে ওপেনএআই চ্যাটজিপিটির (OpenAI ChatGPT) সমস্যা দেখা দিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও চ্যাটজিপিটি প্ল্যাটফর্মগুলো মেটার অধীনে আছে। বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের একই সমস্যা দেখা দেওয়ায় অনেকে বিরক্ত হয়ে উঠেছেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা মিটলেও সকাল থেকে জনপ্রিয় এআই চ্যাটবট ডাউন।
ওপেনএআই চ্যাটজিপিটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স হ্যান্ডলে জানিয়েছে, আমরা এই মুহূর্তে বিভ্রাটের সম্মুখীন হচ্ছি। আমরা সমস্যাটি চিহ্নিত করেছি এবং সমাধানের জন্য কাজ করছি। বিষয়টির জন্য দুঃখিত, আমরা আপনাদের আপডেট দিয়ে যাব। দেখুন-
We're experiencing an outage right now. We have identified the issue and are working to roll out a fix.
Sorry and we'll keep you updated!
— OpenAI (@OpenAI) December 12, 2024
ওপেনএআই যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের জন্য কাজ করছে, তবে কতক্ষণের মধ্যে সমস্যা সমাধান হবে তার কোনও টাইমলাইন দেওয়া হয়নি।এই সমস্যা বিশ্বব্যাপী হাজার হাজার ব্যবহারকারীর উপর প্রভাব পড়েছে।