প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: পিতৃতান্ত্রিক সমাজে কন্য সন্তানের অবস্থান যে কী! তা দিল্লি এবং জম্মু ও কাশ্মীরে ঘটা ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজও অনেক পরিবারে শিশুকন্যাকে খুন হতে হয়, কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য নবজাতকের মাকে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়। এরকমই ঘটনা সামনে এলো জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। দুই যমজ নবজাতক কন্যা শিশুকে গলা কেটে হত্যা করেছে তাদের জন্মদাতা বাবা। বিষয়টি স্থানীয়দের নজরে আসতে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ নবজাতক দুই শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অভিযুক্ত মোহাম্মদ খুরশিদকে গ্রেফতার করেছে।

গত ৩ জুন দিল্লিতে একই ঘটনা ঘটেছে, নিজের হাতে দুই যমজ নবজাতক কন্যাকে হত্যা করে নীরজ সোলাঙ্কি নামে এক ব্যাক্তি। নীরজ নবজাতকদের খুন করে তাদের দেহ মাটি চাপা দিয়ে রাখে। বিষয়টি প্রকাশ্যে আসতে অভিযুক্তকে গতকাল গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।