নয়াদিল্লি: ক্যালিফোর্নিয়ায় (California) দাবানল আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী জানিয়েছে, আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলকর্মীরাও কাজ করতে গিয়ে আহত হচ্ছেন। এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে। হাওয়ার বেগ খুব বেশি, যে কারণে আগুন আরো দ্রুত ছড়াচ্ছে।
গত মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানল শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২,৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে।
বিপর্যয়ের কারণে ইতালি সফর বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভয়াবহ দাবানলের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে বাইডেন তাঁর ইতালি সফর বাতিল করেছেন।