Women Dies Due To Gas Geyser Fumes: শীতকালে স্নানের জন্যে ঠাণ্ডা জল এড়াতে অনেকেই গিজার ব্যবহার করেন। বৈদ্যুতিক গিজারের চড়া বিল থেকে বাঁচতে বহু মানুষই এখন গ্যাস গিজারের (Gas Geyser) দিকে হাত বাড়াচ্ছেন। এই ধরনের গিজারের ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন নেই। বেঙ্গালুরুতে (Bengaluru) বছর ২৩ এর এক অন্তঃসত্ত্বা মহিলা বাথরুমে গ্যাস গিজার চালিয়ে স্নান করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। গ্যাস গিজার থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্রহণের ফলে মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁর ৪ বছরের ছেলে সম্রাট গুরুতর অসুস্থ।
আরও পড়ুনঃ মর্মান্তিক! বাড়িতে আগুন লেগে মৃত্যু দু বছরের শিশুর
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রম্যা জে (২৩)। সদাশিবনগরের অশ্বথনগরের বাসিন্দা। স্বামী জগদীশ পেশায় সবজি বিক্রেতা। এদিন অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ছেলেকে নিয়ে মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন জগদীশ। সেই মত ছেলেকে স্নান করাতে নিয়ে যান মহিলা। গিজার চলছে, বাথরুমে জল পড়ছে অথচ ছেলে কিংবা স্ত্রী কেউ বাথরুম থেকে বের হচ্ছে না দেখে সন্দেহ হয় জগদীশের। বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। শেষমেশ কোন সাড়াশব্দ না পেয়ে বাথরুমের দরজা ভেঙে ফেলেন তিনি। দেখেন স্ত্রী এবং ছেলে অজ্ঞান হয়ে মেঝেতে পরে পড়েছে। তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। কিন্তু বাঁচাতে পারেননি অন্তঃসত্ত্বা স্ত্রীকে। চিকিৎসকরা রম্যাকে মৃত বলে জানিয়ে দেন।
আরও পড়ুনঃ বড়দিনের আগে দিল্লিতে ফাঁস মধুচক্রের আসর, আপত্তিকর অবস্থায় উদ্ধার পাঁচ মহিলাকে
পুলিশ জানাচ্ছে, গ্যাস গিজারে বিদ্যুৎ লাগে না। এটি আংশিক দহন ঘটিয়ে পরে কার্বন মনোক্সাইড নির্গত করে। যদি কোন কারণে তা লিক করে কার্বন মনোক্সাইড নির্গত হতে শুরু করে তাহলে তা বোঝার উপায় নেই। কারণ এই গ্যাস গন্ধহীন এবং বর্ণহীন। যা শরীরের জন্যে মারাত্মক ক্ষতিকারক। তাই এমন কোন বাথরুমে এই গ্যাস গিজার লাগানো উচিত নয় যেখানে ভেন্টিলেটরের পর্যাপ্ত ব্যবস্থা নেই।