
Holi Messages: ‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’। আজ রঙের উৎসব হোলি (Holi 2025)। আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া, আজ রঙে রঙে মেতে ওঠার দিন। দেশজুড়ে মানুষ আজ রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠবেন। রঙের খেলায় মেতে ওঠেন ছোট থেকে বড় সকলেই, এই রং যেন জীবনের রং। প্রিয়জনদের সঙ্গে আন্দন উদজাপানে মানুষ আরও একবার রঙিন হয়ে ওঠেন। দোলযাত্রায় দূরে থাকা প্রিয়জনদের পাঠিয়ে দিন ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা। বেছে নিতে পারেন এখান থেকেই-



