মুম্বই: রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের উপর অনেকেই অকারণে অত্যাচার করেন। মাঝে মধ্যেই সেই সমস্ত ঘটনার ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দেখে নিন্দায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা। তবে খারাপের ভিড়ে ভালো মানুষেরও দেখা মেলে। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে পথ কুকুরদের (stray dogs) খাবার (food) খাওয়ান বা প্রয়োজনে চিকিৎসাও করান। অনেক পশুপ্রেমী সংগঠনও (Animal lover organisations) এই বিষয়ে প্রশংসনীয় কাজ করে। যা মন্দের মধ্যেও নজর কাড়ে সবার। তবে মহারাষ্ট্রের (Maharashtra) মুম্বইয়ের (Mumbai) বাসিন্দা ২৩ বছরের কুকুরপ্রেমী (dog lover) ও ইঞ্জিনিয়ার (engineer) অক্ষয় রিধান (Akshay Ridlan) পথ কুকুরের সাহায্যের জন্য প্রযুক্তির (technology) ব্যবহার করে এমন একটি আবিষ্কার করলেন, যা অবলা ওই জীবদের অনেক কাজ আসবে বলে দাবি করলেন তিনি।
Maharashtra | Akshay Ridlan, an engineer and a dog lover from Mumbai, claims to have developed tags with QR code technology for stray dogs, to keep track of them. pic.twitter.com/SIyfyqudlb
— ANI (@ANI) February 15, 2023
এপ্রসঙ্গে ২৩ বছরের যুবক অক্ষয় রিধানের দাবি, "আমি কিউআর কোড টেকনোলজি (QR code technology) যুক্ত এমন ধরনের ট্যাগ (tags) তৈরি করেছি যার মাধ্যমে পথ কুকুরদের গতিবিধির (track) উপর নজর রাখা সম্ভব হবে। এটা সরকারকে সাহায্য করবে পথ কুকুরদের খুঁজে বের করতে ও তাদের স্টেরিলাইজেশন (sterilisation) এবং ভ্যাকসিনেশন (vaccination) করানোর পরিকল্পনা করতে। এটা সম্ভব হবে ডাটাবেসের (database) মাধ্যমে। বর্তমানে এই কিউআর কোড সমৃদ্ধ ট্যাগটি নূন্যতম মূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছি আমরা। সাধারণ মানুষ ও সংস্থাগুলি যারা পশুদের খাবার দেয় বা তাদের উদ্ধার করে তারাও এটা ব্যবহার করতে পারে।"
"It'll also help Govt in finding out dogs' location & making strategies for their sterilisation or vaccination. It can be done through the database. We want to offer this QR at a nominal price right now. People & organisations who feed or rescue animals can use this," Akshay says pic.twitter.com/CcrOsnyWCy
— ANI (@ANI) February 15, 2023