১৯৫২ সালে ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল চিতা। দীর্ঘ ৭০ বছর পর ১৭ সেপ্টেম্বর ফের ভারতের জঙ্গলে চিতা ফিরছে বলে জানালেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব। ভারতে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ১৯ তম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিভিন্ন প্রজাতির ৫০টি চিতাকে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। এদের বেশির ভাগই অল্পবয়স্ক বলে জানা গেছে। কেননা, ভবিষ্যতে এদের মধ্যে থেকে বংশবৃদ্ধি করাই প্রধান লক্ষ্য বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।আর এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের কথা তুলে ধরেন যাদব।
এই প্রকল্পে আটটি চিতা নামিবিয়া থেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের কুনো-পালপুর ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতাগুলিকে ছাড়া হবে।ন্যাশনাল পার্কটিতে চিতার বসবাসের জন্য আদর্শ পরিবেশ এবং পর্যাপ্ত শিকার থাকার জন্য এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
MP | Cheetahs are returning to the country on September 17. This is first of its kind project in the world where wild cheetahs are being re-introduced. The project will go on for 5 years. PM Modi would grace the occasion of re-introduction: Bhupender Yadav, Union Forest Minister pic.twitter.com/bfPvTN7Fu9
— ANI (@ANI) September 11, 2022