Court Representative Photo (Photo Credits: Wikimedia Commons)

বিয়ের পর স্ত্রীয়ের অন্য পুরুষের সঙ্গে অশ্লীল কথোপকথন, গল্প কিংবা আড্ডা সহ্য করবেন না স্বামী। স্ত্রীর এমন আচরণের বিরুদ্ধে চাইলে আদালতের দারস্ত হতে পারেন স্বামী। এমনকি সংসারে মানসিক নিষ্ঠুরতার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের (Divorce) মামলাও দায়ের করতে পারেন।

মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court) দুই বিচারপতি বিবেক রুশিয়া এবং গজেন্দ্র সিংহ সম্প্রতি এক মহিলার বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন। দুই বিচারপতির পর্যবেক্ষণ, বিয়ের পর স্বামী কিংবা স্ত্রী দুজনের কেউই যদি অন্য মহিলা কিংবা অন্য পুরুষের সঙ্গে অশ্লীল আলোচনা কিংবা গল্প করেন, সেক্ষেত্রে অপরজন আদালতের দারস্ত হয়ে বিচ্ছেদের আদেবন জানাতে পারেন। এই ক্ষেত্রে ওই মহিলার স্বামী নিজের স্ত্রীর বিরুদ্ধে পরপুরুষের সঙ্গে যৌন জীবন সম্পর্কে গল্প করার অভিযোগ তোলেন। স্ত্রীয়ের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেন তিনি। স্বামীর করা বিচ্ছেদের মামলার বিরোধিতা করে পালটা আবেদন করেন স্ত্রী। মহিলার আবেদনই এদিন খারিজ করে দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি বিবেক রুশিয়া এবং বিচারপতি গজেন্দ্র সিংহের বেঞ্চ।