দিল্লি, ৩ ডিসেম্বর: ফের গোলাগুলি শুরু হল জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। মঙ্গলবার সকাল থেকে শ্রীনগরে জোরদার লড়াই শুরু হয় সেনা বাহিনী (Indian Army) এবং জঙ্গিদের (Terrorist) মধ্যে। রিপোর্টে প্রকাশ, সোমবার বিকেল থেকে শ্রীনগরের হারওয়ানে পাহাড়ের বিভিন্ন কোনা থেকে সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুটে আসতে শুরু করে। জঙ্গিরা গোলাগুলি শুরু করলে, পালটা হামলা চালায় সেনা বাহিনী। যার জেরে সোমবার বিকেল থেকে শ্রীনগর জেলা উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে সেনা বাহিনী এবং জঙ্গিদের লড়াইয়ের জেরে।
সেনা বাহিনীর একটানা হামলার জেরে শ্রীনগরে এক জঙ্গি নিহত হয় বলে খবর। তবে ওই এলাকায় আরও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোরদার তল্লাশি শুরু করে বাহিনী। তবে এক জঙ্গির নিহত হওয়ার পর এখনও পর্যন্ত দ্বিতীয় বা তৃতীয় কারও সন্ধান মেলেনি বলে খবর। জানা যাচ্ছে, গোপণ সূত্রে খবর পেয়েই জম্মু কাশ্মীরে সোমবার বিকেল থেকে অভিযান শুরু করে সেনা বাহিনী এবং পুলিশ। সেনা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানেই শেষ পর্যন্ত এক জঙ্গির নিহত হওয়ার খবর মেলে।