শ্রীনগর, ৯ অক্টোবর: জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বিধানসভা নির্বাচনে এবার নির্বাচিত হলেন ৩ মহিলা। ৯০ সদস্য বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভায় এবার ৩ মহিলা সদস্য নির্বাচিত হন। এই তিন মহিলা সদস্য হলেন, শামিমা ফিরদৌস, সাকিনা ইটলু এবং শগুন পারিহার (Shagun Parihar)। শামিমা ফিরদৌস এবং সাকিনা ইটলু ন্যাশানাল কনফারেন্স থেকে নির্বাচিত হন এবার। অন্যদিকে শগুন পারিহার নির্বাচিত হন বিজেপির টিকিটে। ফলে ৯০ সদস্যের জম্মু কাশ্মীর বিধানসভায় এবার পরপর ৩ মহিলা সদস্য নির্বাচিত হলেন।
৯০ আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভায় এবার ন্যাশানাল কংগ্রেস এবং কংগ্রেস জোট পয়েছে ৪৮ আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ২৯ আসন। ফলে জম্মু কাশ্মীরে এবার সরকার গঠনের চাবিকাঠি রয়েছেন ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লার দলের কাছে।
প্রসঙ্গত শগুন পরিহার জয়ী হন কিস্তওয়ার বিধানসভা থেকে। ৫২৯ ভোটে ন্যাশানাল কনফারেন্সের মন্ত্রী শাজ্জাদ আহমেদ কিচলুকে পরাস্ত করেন শগুন পরিহার। ২৯ বছরের শগুন বর্তমানে পিএইচডি করছেন। তার মাঝেই এবার নির্বাচনে দাঁড়িয়ে প্রত্যেককে কার্যত চমকে দিয়েছেন।
জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি শগুন পরিহার...
BJP gave ticket to deserving candidate Shagun Parihar - a Kashmiri Pandit
Today she has won from KISHTWAR and retained BJ’s seat pic.twitter.com/NEa6Id7rng
— Viक़as (@VlKAS_PR0NAM0) October 8, 2024
প্রসঙ্গত ২০১৮ সালে শগুনের বাবা অজিত পারিহার এবং কাকা অনিল পারিহারকে হত্যা করে জঙ্গিরা। পঞ্চায়েত নির্বাচনের সময় পারিহার বাড়ির কাছেই অজিত এবং অনিল পারিহারকে জঙ্গিরা খুন করে। ওই সময় বিজেপির রাজ্য সভাপতি পদে বহাল ছিলেন অনিল পারিহার।