চন্দ্রযান-৩-এর সাফল্যের পর আদিত্য এল১ যাত্রা অব্যাহত। যাত্রা শুরু করার পর প্রতি মুহূর্তের তথ্য দিচ্ছে ইসরো। মঙ্গলবার ইসরো থেকে আদিত্য এল ১ সম্পর্কে হাতে এল নতুন তথ্যও।
ইসরোর (ISRO) সহযোগী পরিচালক অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন- আদিত্য এল১ কে এল ১ কক্ষপথে স্থাপন করা হলে সেটি তাঁর যাত্রাপথ এক্স-রে এর মাধ্যমে সূর্যের ছবি পাঠাবে এবং সৌর শিখার পরিমাপ করবে। আমরা যাকে সৌর ঝড় বলি, যা সূর্য থেকে বেরিয়ে আসে সেটি কীভাবে পৃথিবীকে প্রভাবিত করতে চলেছে এবং আমরা এটিকে মডেল করতে পারি কিনা তা অধ্যয়ন করবে সে। এমনকি এটি সৌরজগতের যেসব স্থলজগত আছে তা কীভাবে প্রভাবিত হবে সে সম্পর্কেও অন্তর্দৃষ্টি দেবে I
গতকালই সূর্যের পথে আরও এক ধাপ এগিয়েছে সৌরযান আদিত্য এল-১ (Aditya L1)। পৃথিবীর তৃতীয় কক্ষপথ পেরিয়ে গেছে আদিত্যযান। পৃথিবীর ২৯৬ কিমি x ৭১৭৬৭ কিমি কক্ষপথে এখন চক্কর কাটছে। এই কক্ষপথ পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় আর্থ বাউন্ড ম্যানুভার। সৌরযানের পরবর্তী কক্ষপথ বদল হবে আগামী ১৫ সেপ্টেম্বর বেলা ২টো নাগাদ।
ইসরো জানিয়েছে, ১৮ তারিখ অবধি পৃথিবীর সবকটা কক্ষপথ চক্কর কেটে মহাকাশে সূর্যের পথ ধরবে আদিত্য এল-১ (Aditya L1)। যাত্রাপথে হাজার হাজার ছবি পাঠাবে সে।
আদিত্য এল১ যানটিতে মোট সাতটি পেলোড আছে। এগুলি সূর্যের বিভিন্ন স্তর খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে। ফটোস্ফিয়ার থেকে ক্রোমোস্ফিয়ার কিংবা সূর্যের একেবারে বাইরের দিকের স্তর কোরোনা, পর্যবেক্ষণ করবে এই পেলোডগুলি।
VIDEO | ISRO's Aditya L1 will focus on measuring the solar flares which emits from the Sun and the impacts it will have on Earth.
"Aditya L1 will be placed at L1 orbit and it will do both, the imaging of Sun through X-rays and the measurements of solar flares which we call Solar… pic.twitter.com/gO2XLMpwD4
— Press Trust of India (@PTI_News) September 12, 2023