
ঢাকা, ১৪ এপ্রিল: পয়লা বৈশাখের (Pohela Boishakh) উদাপন শুরু হয়েছে বাংলাদেশে। ঢাকার (Dhaka) রাস্তায় সোমবার সকালে বেরোয় মঙ্গল শোভাযাত্রা। যেখানে ছাত্র, শিক্ষকদের হাজির হতে দেখা যায়। পয়লা বৈশাখের প্রাক্কালে যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ইউনুসপন্থীরা। মঙ্গল শোভাযাত্রায় শেখ হাসিনার অবয়বকে বিকৃত করে, সেই মূর্তি নিয়ে রাস্তায় বেরোতে দেখা যায় অনেককে। এমনকী 'লেডি মাফিয়া' নামেও শেখ হাসিনাকে সম্মোধন করতে দেখা যায় বহু মানুষকে। 'লেডি মাফিয়ার কর্মফল' এই ক্যাপশন লিখে হাসিনার বিকৃত মুখাবয়ব নিয়ে মিছিল করতে দেখা যায় বাংলাদেশের বহু মানুষকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো যেখানে অপমান করা হয় হাসিনাকে...
লেডি মা’ফি’য়া হাসিনার কর্মফল pic.twitter.com/vJnenasn5u
— Sujon Ahmed (@SAexploring) April 14, 2025
ঢাকার রাস্তায় চোখে পড়ে হাসিনার বিকৃত মুখ...
পহেলা বৈশাখ ১৪৩২’র শোভাযাত্রায় দেখা গেল ‘ফ্যা’সি’স্ট হাসিনার মুখাবয়ব’ রয়েছে মুগ্ধের ‘পানি লাগবে পানি’ মোটিফ। pic.twitter.com/jpqHpabHph
— Sujon Ahmed (@SAexploring) April 14, 2025
প্রসঙ্গত গত বছর বাংলাদেশ (Bangladesh) ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দিল্লিতে উড়ে আসেন। আপাতত ভারত সরকারের আশ্রয়েই দিনযাপন করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
এদিকে শেখ হাসিনাকে যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে একাধিকবার আর্জি জানানো হয়েছে ঢাকার তরফে। তবে দিল্লি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
অন্যদিকে বাংলাদেশের মানুষের উপর বিশেষ করে আওয়ামী লিগের কর্মীদের উপর যে অত্যাচার চলছে, তার বিচার হবে। শিগগিরই তিনি বাংলাদেশে ফিরবেন এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন। সম্প্রতি লাইভে হাজির হয়ে এভাবেই আওয়ামী লিগের নেতা, কর্মীদের মনের জোর বাড়াতে দেখা যায় শেখ হাসিনাকে।