Muhammad Yunus On Pohela Boishakh (Photo Credit: X/Screengrab)

ঢাকা, ১৪ এপ্রিল: বাংলাদেশে শুরু হয়েছে পয়লা বৈশাখের উৎসব (Pohela Boishakh)। বাংলা নববর্ষকে আমন্ত্রণ জানিয়ে পয়লা বৈশাখ শুরু হয়েছে ভারতের পড়শি দেশে। পয়লা বৈশাখের শুভক্ষণে বাংলাদেশের (Bangladesh) মানুষকে শুভেচ্ছা জানান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। পুরনো গ্লানি ভুলে বাংলাদেশের মানুষ যাতে পয়লা বৈশাখের অনুষ্ঠানে মেতে ওঠেন, সেই আশা প্রকাশ করেন মহম্মদ ইউনুস। পৃথিবী জুড়ে যেখানে যেখানে বাঙালিরা রয়েছেন, তাঁদের সবার আনন্দের দিন। উপভোগের দিন এই পয়লা বৈশাখ। তাই গোটা পৃথিবীতে বসবাসকারী বাঙালিদের শুভেচ্ছা জানান মহম্মদ ইউনুস। পয়লা বৈশাখের এই শুভক্ষণে  বাংলাদেশর মানুষ যাতে ভাল থাকেন, নির্বিঘ্নে থাকেন, সেই আশাও প্রকাশ করেন মহম্মদ ইউনুস।

আরও পড়ুন: Pohela boishakh schedule: বাংলা নতুন বছরের প্রথম দিনটা কীভাবে কাটাবেন?

শুনুন মহম্মদ ইউনুস কী বললেন...

 

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম সে দেশ উৎসবের আবহাওয়ায় মেতে উঠেছে।নতুন সরকারের আমলে পয়লা বৈশাখের সকালে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে ঢাকার রাস্তায়। রাজধানী শহরের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও বেরিয়েছে মঙ্গল শোভাযাত্রা।

বাংলাদেশে শুরু হয়েছে বৈশাখী যাত্রা...

ঢাকার রাস্তায় যে মঙ্গল শোভাযাত্রা বেরিয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেমন হাজির হয়েছেন, তেমনি  বহু শিক্ষককেও সেখানে হাজির হতে দেখা যাচ্ছে। ফলে রংবেরংয়ের ফুলে, শাড়িতে সেজে উঠেছেন বাংলাদেশের মানুষ।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী  পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর পয়লা বৈশাখের অনুষ্ঠান কেমন হবে, তা নিয়ে ধ্বন্দ ছড়ায়। তবে সমস্ত ধ্বন্দের অবসান ঘটিয়ে ১৪ এপ্রিল সকাল থেকে ঢাকার রাসতায় পয়লা বৈশাখের শোভাযাত্রা শুরু হয়েছে। যেখানে বহু মানুষ  অংশ নিয়েছেন নতুন বছরের  আশায়। দ্বিধা, দ্বন্দ্ব কাটিয়ে মানুষ উৎসবে মেতে উঠতে শুরু করেছে পয়লা বৈশাখে।