Salman Khan (Photo Credits: X)

মুম্বই, ১৪ এপ্রিলঃ নতুন করে ফের সলমন খানকে খুনের হুমকি। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে ভাইজানের বাসভবন গ্যলাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে হামলা এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। সোমবার এই হুমকি বার্তা আসে মুম্বইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসে। ওরলি থানায় মামলা দায়ের করে বলি অভিনেতার নিরাপত্তায় তৎপর হয়েছে পুলিশ। হুমকি বার্তার পরেই সমনের বাসভবন 'গ্যালাক্সির' বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা যাচ্ছে, ওরলিতে পরিবহন বিভাগের অফিসিয়াল নম্বরে আসা হুমকি বার্তায় বলা হয়েছে, এবার বাড়িতে ঢুকে মারব। বোমা মেরে উড়িয়ে দেব গাড়ি। কোনরকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে ওরলি থানায় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই হুমকি বার্তার পিছনে কে বা কারা রয়েছেন? কোথা থেকে পাঠানো হয়েছে বার্তা? কী উদ্দেশ্য তাঁদের? সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সলমনের নিরাপত্তায় কোন ঝুঁকি নয়, আলোকচিত্রীর দিকে তেড়ে এলেন শেরা, একি কাণ্ড বিমানবন্দরে

শনিবারই মুম্বই বিমানবন্দরে দেখা যায় সলমন খানকে। এদিন 'মালিকের' নিরাপত্তা নিয়ে বেশ উদবিগ্ন দেখা গিয়েছিল অভিনেতার দেহরক্ষী শেরাকে। বিমানবন্দরের বাইরে মুম্বইয়ের আলোকচিত্রীদের উপর তীব্র চিৎকার করেন তিনি। ছবি তোলায় আপত্তি জানান। এই ঘটনার পরের দিনই আসে হুমকি বার্তা। তবে কি নিরাপত্তা নিয়ে ঝুঁকির আঁচ করেছিলেন সলমন!

বিগত সময়ে বহুবার খুনের হুমকি এসেছে সলমন খানের কাছে। তাঁর বাসভবন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটিয়েছেন দুষ্কৃতীরা। লাগাতার হুমকির জেরে বাড়ানো হয় ভাইজানের নিরাপত্তা। বাড়িতে গুলি হামলার পর বুলেট-প্রুফ কাঁচে ঢেকে দেওয়া হয় গ্যালাক্সি।