Rashifal (Photo Credits: File Photo)

Rashifal For Poila Boishakh: দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ (Pola Boishakh)। নতুন বছর যখন দরজায় কড়া নাড়ছে, সেই সময় ৫টি রাশির ভাগ্যের (Rashifal) দরজাও খুলতে চলেছে। বাংলা নববর্ষে (Pohela Boishakh) এই ৫টি রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে। তাই এই ৫ রাশির জীবনে অনেক চিন্তার অবসান হবে বলেই মনে করা হচ্ছে। পয়লা বৈশাখে ৫ রাশির ভাগ্য যেমন বদলাবে, তেমনি তাঁদের অর্থ, ধন সম্পত্তি সব দিক থেকেই নিরাপদে থাকবে। তেমনি তাঁদের কাজের জীবনেও উন্নতির রেখা চোখে পড়ছে।

পয়লা বৈশাখ থেকে মেষ, বৃষ, কর্কট, তুলা, কন্যা রাশির ভাগ্য বদলাতে শুরু করবে। আর্থিক উন্নতির পাশাপাশি জীবনে সুখ, সমৃদ্ধির বহরও বাড়তে চলছে। মেষ, বৃষ, কর্কট, তুলা, কন্যা রাশির জীবনে আশা, আকাঙ্খা যেমন পূর্ণ হতে চলেছে, তেমনি তাঁদের জীবনের সমৃদ্ধি রেখাও আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

ফলে শনির সাড়েসাতি দশা কেটে যেমন বেশ কিছু রাশির ভাগ্যদয় হয়। তেমনি পয়লা বৈশাখেও ভাগ্যের চাকা খুলতে চলেছে মেষ, বৃষ, কর্কট, তুলা, কন্যা রাশির জীবনে।