মানুষের (Human)বিভিন্ন ধরনের শখ (Hobby)থাকে। বই পড়া (Reading Books), গান (Song) শোনার পাশাপাশি কেউ পছন্দ করেন দেশ-বিদেশের মুদ্রা জমাতে। কেউ আবার জমান ট্রেন কিংবা বাসের টিকিট। তবে মশা মেরে তা জমানোর শখের কথা শুনেছেন কখনও? হ্যাঁ, এবার এই শখের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণী। তাঁর শখ হল মশা মেরে তার দেহ সংগ্রহ করা। এখানেই শেষ নয়, মৃত মশাদের ভিন্ন ভিন্ন নামও দেন তিনি। এরপর সাদা লাগজে মশার দেহ আটকে পাশে তাদের নাম, বিবরণ ও মৃত্যুর সময় ও তারিখ লিখে রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই 'বিশেষ'খাতার ভিডিয়ো। যা দেখে অবাক নেটিজেনরা। এমন শখও কারও থাকতে পারে তা যেন বিশ্বাসই করতে পারছে না নেটিজেনদের একাংশ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণীর 'অদ্ভুত' শখ
‘আকাঙ্ক্ষা_রাওয়াত’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইনস্টগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভাইরাল ভিডিয়ো মশা মারার শখের কথা নিজের মুখেই জানিয়েছেন ওই তরুণী। ইতিমধ্যেই এই ভিডিয়োটিতে ৫০ লক্ষের বেশি ভিউজ। ভিডিয়োটি শেয়ার করেছেন বহু মানুষ। ভাইরাল ভিডিয়োর নীচে এক নেটিজেন মজার ছলে লিখছেন, "এই ভিডিয়ো দেখে সমগ্র মশা জাতি আতঙ্কে রয়েছে।"
মশা মেরে দেহ সংগ্রহ করে নাম দেন, লিখে রাখেন মৃত্যু দিনও, ভাইরাল তরুণীর 'অদ্ভুত' শখ
Killing mosquitos is her hobby and she maintains a record of that too
Weird habit 🤣🤣
Behan you will be getting macchar ratna award 😁😁 pic.twitter.com/hobAeXOhL8
— Savoir Vivre (@InterferonEi) April 14, 2025