
হায়দরাবাদ, ১৪ এপ্রিলঃ সিঙ্গাপুরের স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনার আতঙ্ক যেন এখনও কাটিয়ে উঠতে পারেনি পবন কল্যাণের (Pawan Kalyan) পরিবার। আগুন লাগার সময়ে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণের একরত্তি ছেলে স্কুলেই উপস্থিত ছিল। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে মার্ক শঙ্কর (Mark Shankar)। এমন ভয়াবহ ঘটনায় বড়সড় বিপদ কিংবা অঘটন এড়ানো গিয়েছে। স্কুলের অগ্নিকাণ্ডে ছেলেকে অক্ষত রাখার জন্যে ঈশ্বরের কাছে নিজের চুল দান করলেন পবন কল্যাণের স্ত্রী আন্না লেজনেভা।
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে (Tirumala Tirupati Temple) গিয়ে নিজের মাথার সমস্ত চুল দান করে এলেন পবন-পত্নী। শনিবার রাতেই সপরিবারে হায়দরাবাদ (Hyderabad) ফিরেছেন তাঁরা। পরের দিন রবিবারই আন্না তিরুপতি দর্শনে গেলেন। আর সেখানেই চুল ঈশ্বরকে উৎসর্গ করে ন্যাড়া হয়েছেন তিনি। পবন কল্যাণের জনসেনা পার্টির (Janasena Party) তরফে বিবৃতি জারি করা জানানো হয়েছে, 'ঐতিহ্য মেনে, আন্না পদ্মাবতী কল্যাণ কাট্টায় তাঁর চুল উৎসর্গ করেছেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।'
সিঙ্গাপুরের স্কুলে কী ঘটেছিল?
গত মঙ্গলবার, ৮ এপ্রিল সকালে সিঙ্গাপুরে মার্কের স্কুলে আচমকাই আগুন লেগে যায় (Singapore School Fire)। এক শিশুর মৃত্যুও হয়েছে সেখানে। স্কুলের ভবনে আগুন লাগার ফলে ভিতরে আটকে পড়ে মার্ক-সহ আরও অনেক পড়ুয়া। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে পবন কল্যাণের ছোট ছেলে। পড়ুয়াদের উদ্ধার করে সিঙ্গাপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ছিল মার্কও। এই ঘটনার পরেই পবন কল্যাণ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ধোঁয়ার কারণে ছেলের ফুসফুসে ক্ষতি হয়েছে। এরপরেই দ্রুত ছেলের কাছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন উপ-মুখ্যমন্ত্রী। সিঙ্গাপুরের হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর সপরিবারে ভারতে ফেরেন পবন কল্যাণ। শনিবার রাতে তাঁরা হায়দরাবাদে পৌঁছন।