
দিল্লি, ১৪ এপ্রিল: শুরু হতে চলছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। প্রত্যেক বছরের মত এবারও অমরনাথ যাত্রা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে। জঙ্গি হামলার ভয় (Terrorist Attack), কড়া ঠাণ্ডা, প্রতিকূল আবহাওয়া, সবকিছুকে পিছনে ফেলে প্রত্যেকবারের মত এবারও তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রা করবেন। মহেশ্বরের দর্শন করবেন পাহাড় চূড়ায় চড়ে। শ্রী অমরনাথজি স্রাইন বোর্ডে (SASB) লগ ইন করে নাম-সহ গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে অমরনাথ যাত্রার জন্য। এবার ২৫ জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ প্রায় এক মাস ধরেই অমরনাথ যাত্রায় পাহাড় ডিঙোতে দেখা যাবে তীর্থযাত্রীদের।
আরও পড়ুন: Amarnaath Yatra 2024: অমরনাথ যাত্রা শুরু, দুই দিনে পরিদর্শন করেছেন ২৮ হাজারেরও বেশি তীর্থযাত্রী...
প্রত্যেকবারের মত এবারও একটি নির্দিষ্ট সংখ্যক যাত্রীরাও অমরনাথ যাত্রা করতে পারবেন। শরীর, স্বাস্থ্যের সমস্ত পরীক্ষা সম্পূর্ণ করার পরই অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
২০২৫ সালে কোন কোন দিন তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রা করতে পারবেন
২৫ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা
রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৪ এপ্রিল থেকে
অমরনাথ যাত্রা শেষ হচ্ছে ১৯ অগাস্ট
কীভাবে অনলাইনে আবেদন করবেন অমর নাথ যাত্রায় অংশ নিতে...
প্রথমে শ্রী অমরনাথজি স্রাইন বোর্ডে (SASB) লগ ইন করুন। লগ ইনের পর Online Services এই অপশনে ক্লিক করুন একেবারে টপ মেন্যুতে গিয়ে।
এরপর Yatra Permit Registration এই অপশনে ক্লিক করুন।
এরপর সমস্ত গাইডলাইন পড়ুন। যাত্রায় গেলে কী কী করতে পারবেন, পারবেন না, তার সবটা পড়ে নিন। এরপর I Agree এই অপশনে ক্লিক করে Register বোতামে ক্লিক করুন।
এরপর আপনার ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, আধার নম্বর-সহ সব পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিন। এরপর আপনার পাসপোর্ট সাইজে ফটো এবং কম্পালসারি হেলফকেয়ার সার্টিফিকেট জমা করুন।
এরপর আপনার নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।
ওটিপি দিলে পরবর্তী ২ ঘণ্টার মধ্যে আপনার ফোন নম্বরে একটি পেমেন্ট লিঙ্ক যাবে। সেখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন বাবদ আপনাকে ২২০ টাকা (পরিবর্তিত হতে পারে) জমা করতে হবে।
পেমেন্ট হয়ে গেলে এরপর যাত্রা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে সংশ্লিষ্ট পোর্টাল থেকে বের করতে হবে।
অফলাইনে রেজিস্ট্রেশন করাতে হলে আপনাকে বৈষ্ণবী ধাম, পঞ্চায়েত ভবন, মহাজন হলে যেতে হবে। সেখা নে নির্দিষ্ট নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে, সমস্ত তথ্য জমা করে রেজিস্ট্রেশন করাতে হবে।