প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia)

গত নভেম্বরের পর আবারও মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র। গতবার প্রাথমিকে বেড়েছিল ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে বেড়েছিল ১ টাকা ১২ পয়সা। তবে জিনিসপত্রের দামের কথা চিন্তা করে পাঁচমাসের মাথায় ফের মিড ডে মিলে বাড়ল বরাদ্দ। বিজ্ঞপ্তি অনুসারে  প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ফলে বাল বাটিকা ও প্রাথমিক স্তরে পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ ৬টাকা ১৯পয়সা থেকে বেড়ে হল ৬ টাকা ৭৮ পয়সা। আর উচ্চপ্রাথমিকে ৯টাকা ২৯পয়সা থেকে বেড়ে হল ১০ টাকা ১৭ পয়সা। তবে এই সামান্য বৃদ্ধিতে খুশি নয় শিক্ষামহলের একাংশ। তাঁদের দাবি, এই সামান্য বৃদ্ধির সে অর্থে কোনও প্রভাবই পড়বে না। আদতে শিশুদের কোনও লাভই হবে না। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের আরো এক দফায় মিড ডে মিল খাতে এই বর্ধিত হার কার্যকর হবে আগামী ১লা মে থেকে ।এই জন্য খাদ্য শস্য ও পরিবহন খরচ মিলিয়ে কেন্দ্রীয় সরকার বছরে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে। এই বৃদ্ধির ফলে চলতি অর্থবছরে প্রায় ৯৫৪ কোটি টাকা অতিরিক্ত খরচ বহন করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ এর আগে ২০২২-এর ১ অক্টোবর বরাদ্দ বৃদ্ধি করেছিল কেন্দ্র।সেবার বরাদ্দ হার বাড়িয়ে প্রাথমিকে ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে ৮.১৭ টাকা করা হয়েছিল। দীর্ঘ দাবির জেরে তার ২৬ মাস পর গত নভেম্বরে বেড়েছিল বরাদ্দ। অগ্নিমূল্য বাজারের কারণে পাঁচ মাসের মাথায় ফের মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র।