
ঢাকা, ১৪ এপ্রিল: ইজরায়েলে (Israel) যেতে পারবেন না বাংলাদেশে (Bangladesh) বসবাসকারী মানুষরা। গাজায় (Gaza) যখন এক নাগাড়ে ইজরায়েল বোমা ফেলতে শুরু করেছে, সেই সময় ইহুদি দেশে কোনও বাংলাদেশি মানুষ যেতে পারবেন না। পাসপোর্টে এমন শর্ত প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশ সরকারের তরফে। পাশাপাশি ইজরায়েল ছাড়া বিশ্বের সব দেশে বাংলাদেশের পাসপোর্ট বৈধ বলেও একটি অধ্যায়ে লেখা যাচ্ছে। গাজার মানুষের জীবনে যে কালো ছায়া নেমে এসেছে, তার জন্য ইজরায়েলের বিরুদ্ধে বিষোদগার প্রকাশ করে এবার সে দেশে যাওয়া থেকে বাংলাদেশিদের নিরস্ত করলেন মহম্মদ ইউনুস। প্রসঙ্গত বাংলাদেশের পাসপোর্ট (Bangladesh Passport) ইজরায়েল ভিন্ন অন্য দেশে বৈধ, এই লেখা অপসারণ করা হয় শেখ হাসিনার (Sheikh Hasina) সময়কালে। পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই ওই লেখা তুলে দেওয়া হয়। এবার সেই পুরনো লেখা ফেরানো হয় মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের আমলে।
দেখুন বাংলাদেশে চলছে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদও শুরু করেন মানুষ। সেই সঙ্গে উড়তে শুরু করে প্যালেস্তাইনের সমর্থনে পতাকা...
Thousands of protesters gathered at Dhaka's Suhrawardy Park to denounce Israel's actions in Gaza. Waving Palestinian flags and chanting slogans, demonstrators carried symbolic coffins and effigies, accusing Donald Trump & other global leaders of backing Israeli aggression against… pic.twitter.com/mjgUNBPOgl
— CNBC-TV18 (@CNBCTV18News) April 13, 2025
গাজায় যেভাবে একটানা হামলা শুরু করেছে ইজরায়েল, তার জেরে বাংলাদেশে গণরোষ তৈরি হয়েছে। বাংলাদেশে বসবাসকারী সাধারণ মানুষরা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গলায় জুতোর মালা পরিয়ে, তাঁকে পদাঘাত করছেন। এমন ছবিও উঠে আসে সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়েই এবার ইজরায়েলে কোনওভাবে বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন না বলে জানানো হয় ইউনুস সরকারের তরফে। ফলে পাসপোর্ট নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে বাংলাদেশে।
প্রসঙ্গত গাজায় ধ্বংসলীলা শুরু করেছে ইজরায়েল। গাজায় একের পর এক হামলা চালিয়ে সেখানে থাকা হাসপাতাল থেকে স্কুল কিংবা হাসপাতাল, বহুতল সব ধ্বংস করে দিতে শুরু করেছে ইজরায়েল।