ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে রাস্তার (Road) পাশে গাড়ি (Car) করিয়ে অদ্ভুদ কাণ্ড। বিলাসবহুল গাড়ির উপর উঠে নাচ (Dance)এক যুবকের। গাড়ির উপর থেকে তাঁকে টেনে নামাতে কার্যত ব্যর্থ সঙ্গীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে এমনই একটি ভিডিয়ো। জানা গিয়েছে, ভিডিয়োটি গ্রেটার নয়ডার। নয়ডা শহরের সেক্টর ৩৩-এর ঘটনা এটি। এদিন রাত্রিবেলা আচমকাই রাস্তার পাশে এসে দাঁড়ায় একটি কালো রঙের'মহিন্দ্রা থর।'

ভাইরাল নয়ডার যুবকের কীর্তি

এরপর গাড়ির মাথায় উঠে যান এক যুবক। তাঁর পরনে ছিল একটি কালো হাতাকাটা টি-শার্ট ও একটি কালো হাফ প্যান্ট। এরপর গাড়ির ছাদে দাঁড়িয়ে নাচতে শুরু করেন তিনি। তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা করেন তাঁর সহযাত্রী। কিন্তু ব্যর্থ হন তিনি। যুবকের এই কীর্তি দেখে রাস্তার পাশের লোকজন ভিড় করেন। তাঁদের মধ্যে কেউই হয়তো ক্যামেরাবন্দি করেন গোটা গোটা ঘটনাটি। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিয়ো। আর তাতেই টনক নড়ে পুলিশের। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে চিহ্নিত করা হয় ওই যুবককে। এরপর ট্রাফিক আইন লঙ্ঘন সহ একাধিক ধারায় তাঁকে ৩৮,৫০০ টাকা জরিমানা করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

প্রকাশ্যে গাড়ির উপর উঠে উদ্যাম নাচ, যুবকের কীর্তি ভাইরাল হতেই ৩৮,৫০০ টাকা জরিমানা পুলিশের