
ঢাকা, ১৪ এপ্রিল: পয়লা বৈশাখের (Poila Boishakh) আগে মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) প্রতি কড়া বার্তা দিলেন শেখ হাসিনা (Shiekh Hasina)। বিদেশ শক্তির কাছে বাংলাদেশকে (Bangladesh) ঋণগ্রস্থ করে দিচ্ছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এমনই অভিযোগ করেন হাসিনা। রবিবার একটি ভিডিয়ো বার্তায় ইউনুসকে সতর্ক করেন আওয়ামী লিগ প্রধান। নিজের স্বার্থে, ক্ষমতার লোভে বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে ইউনুস বিকিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
এসবের পাশাপাশি গত বছর ছাত্র আন্দোলনের সময় প্রতিবাদরত ছাত্র আবু সাইদকে কী কারণে হত্যা করা হয়, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় শেখ হাসিনার তরফে।
প্রসঙ্গত বাংলাদেশ যখন কোটা বিরোধী আন্দোলনে মুখর, সেই সময় পুলিশের গুলিতে বিক্ষোভরত ছাত্র আবু সাইদের মৃত্যু হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠেন বাংলাদেশ। আবু সাইদের মৃত্যুর কয়েকদিন পর বাংলাদেশ থেকে হাসিনা পালাতে বাধ্য হন। এরপরই ক্ষমতা দখল করেন মহম্মদ ইউনুস।
ইউনুস বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাস মুছে ফেলছেন। বাংলাদেশকে স্বাধীন করতে আওয়ামী লিগের যে অবদান, ইউনুস সব মুছে ফেলছেন বলে অভিযোগ করেন মহম্মদ ইউনুস। বাংলাদেশে মুক্তি যোদ্ধাদের অপমান করা হচ্ছে। মুক্তি যোদ্ধাদের স্মৃতি ধ্বংস করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।
রবিবার পয়লা বৈশাখের আগে ৮ মিনিটের যে বক্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাখতে শোনা যায়, তাতে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কড়া কটাক্ষ করেন শেখ হাসিনা।