PAN Card Fraud: আপনার PAN নম্বর অপব্যবহার করে ব্যক্তিগত ঋণ নেওয়া হয়েছে, কী করে বুঝবেন?
Aadhar-Pan Card (Photo Credits: Wikimedia Commons)

Dhani App এর মাধ্যমে যে কেউ  ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারেন। শুধু প্যান ও আধার নম্বর এক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। কিন্তু অনেকেই প্যান কার্ড জালিয়াতি (PAN Card Fraud)  করে এই Dhani App-এর মাধ্যমে বেআইনিভাবে ঋণ নিয়ে নেয়। প্রয়োজনে অনেকেই এখন অসদুপায়ে ঋণ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তাই বিপত্তি এড়াতে নিজের প্রয়োজনীয় নথিপত্র সুরক্ষিত আছে কি না, সেদিকে খেয়াল রাখুন।

আপনার PAN কার্ডের অপব্যবহার হয়েছে কি না, কীভাবে জানবেন:

  • PAN কার্ডের অপব্যবহার হয়েছে কি না তা পরীক্ষার জন্য ক্রেডিট স্কোর  জেনারেট করলেই হবে।
  • আপনার নামে কোনও ঋণ  নেওয়া হয়েছে কিনা তা জানতে পারেন CIBIL, Equifax, Experian বা CRIF High Mark এর মাধ্যমে।
  • আপনার আর্থিক রিপোর্ট পরীক্ষার জন্য Paytm বা ব্যাংক বাজারের মতো ফিনটেক প্ল্যাটফর্ম গুলি একবার দেখে নিতে পারেন।
  • একারণে গ্রাহককে PAN নম্বর, নাম, জন্মদিন-সহ ব্যক্তিগত বিবরণ বিশদে লিখতে হতে পারে , শুধু দেখার জন্য যে কেউ বকলমে তাঁর নামে ঋণ নিয়েছে কি না।