ধর্মীয় দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মার্চ মাসকে। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় মার্চ মাস। এই মাসে অনেক ভারতীয় উৎসব, যেমন- মহাশিবরাত্রি, হোলি, চৈত্র নবরাত্রি, গুড ফ্রাইডে, গুড়ি পাড়োয়া এবং আমলকী একাদশী। পাশাপাশি এই মাসেই শুরু হয় পবিত্র রমজান মাস। পাশাপাশি এই মাসে পড়ে অনেক মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকীও। এবার জেনে নেওয়া যাক ২০২৪ সালের মার্চ মাসের কী কী উৎসব রয়েছে।

  • ০১ মার্চ, শুক্রবার- যশোদা জয়ন্তী, শূন্য বৈষম্য দিবস, বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস
  •  ০৩ মার্চ, রবিবার- শর্বরী জয়ন্তী, ভানু সপ্তমী, বিশ্ব বন্যপ্রাণী দিবস, বিশ্ব শ্রবণ দিবস
  • ০৪ মার্চ, সোমবার- জানকী জয়ন্তী, জাতীয় নিরাপত্তা দিবস
  • ০৬ মার্চ, বুধবার- বিজয়া একাদশী
  •  ০৮ মার্চ, শুক্রবার- মহাশিবরাত্রি, প্রদোষ উপবাস, পঞ্চক শুরু, আন্তর্জাতিক নারী দিবস
  • ১০ মার্চ, রবিবার- ফাল্গুন অমাবস্যা
  • ১২ মার্চ, মঙ্গলবার- ফুলেরা দুজ, রামকৃষ্ণ জয়ন্তী
  • ১৩ মার্চ, বুধবার- বিনায়ক চতুর্থী
  • ১৪ মার্চ, বৃহস্পতিবার- মীন সংক্রান্তি
  • ১৫ মার্চ, শুক্রবার- বিশ্ব ভোক্তা অধিকার দিবস
  • ১৬ মার্চ, শনিবার- জাতীয় টিকা দিবস
  • ১৭ মার্চ, রবিবার- বিশ্ব ঘুম দিবস
  • ২০ মার্চ, বুধবার- আমলকী একাদশী, আন্তর্জাতিক সুখ দিবস, বিশ্ব চড়ুই দিবস
  • ২১ মার্চ, বৃহস্পতিবার- বিশ্ব বন দিবস, বিশ্ব কবিতা দিবস
  • ২২ মার্চ, শুক্রবার- প্রদোষ ব্রত, উগাদি উৎসব, বিহার দিবস, বিশ্ব জল দিবস
  • ২৩ মার্চ, শনিবার- শহীদ দিবস
  • ২৪ মার্চ, রবিবার- হোলিকা দহন, ফাল্গুন পূর্ণিমা ব্রত, বিশ্ব যক্ষ্মা দিবস
  • ২৫ মার্চ, সোমবার)- হোলি, চৈতন্য মহাপ্রভু জয়ন্তী, চন্দ্রগ্রহণ
  • ২৬ মার্চ, মঙ্গলবার- চৈত্র মাস শুরু
  •  ২৭ মার্চ, বুধবার- চিত্রগুপ্ত পুজো, বিশ্ব থিয়েটার দিবস
  • ২৮ মার্চ, বৃহস্পতিবার- ভালচন্দ্র সংকষ্টী চতুর্থী
  • ২৯ মার্চ, শুক্রবার- বিশ্ব পিয়ানো দিবস
  • ৩০ মার্চ, শনিবার- রং পঞ্চমী, রাজস্থান দিবস
  • ৩১ মার্চ, রবিবার- ইস্টার সানডে, একনাথ ছট