দিল্লি, ২১ এপ্রিল: স্বামীকে (Husband) নৃশংসভাবে খুন করল স্ত্রী (Wife)। এবারও ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। মীরাটের (Meerut) পর এবার দেওরিয়া (Deoria)। স্বামীকে খুনের পর তাঁর দেহ বাক্সবন্দি করে ছুঁড়ে ফেলে দিল স্ত্রী। শুনতে অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার সাক্ষী দেওরিয়া। যেখানে স্বামীকে খুনের পর তাঁর দেহ বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে ছুঁড়ে ফেলে দেয় স্ত্রী। বাক্স বন্দি করে মৃত স্বামীর (Wife Killed Husband) দেহ ছুঁড়ে ফেলতে দেখা যায় স্ত্রীকে।
রিপোর্টে প্রকাশ, দেওরিয়ার বাসিন্দা নওসাদ সৌদি আরবে (Saudi Arabia) থাকতেন। সংসার প্রতিপালন করতেই নওসাদ বাড়ি, ঘর, স্ত্রী, পরিজনকে ছেড়ে ভারত থেকে সৌদিতে পাড়ি দেন। স্বামীর অবর্তমানে তাঁর ভাইপোর সঙ্গে সম্পর্কে জড়ায় স্ত্রী। নওসাদ বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীর প্রেম সম্পর্ক ভালই চলছিল।
সৌদি থেকে নওসাদ সম্প্রতি বাড়িতে ফেরেন। প্রেম জীবনের এই আঘাত সহ্য করতে না পেরেই নওসাদের স্ত্রী ঘৃণ্য অপরাধে জড়িয়ে যায়। নওসাদ বাড়ি ফিরতেই সুযোগ বুঝে তাঁকে খুন করে স্ত্রী। এরপর মৃতদেহ বাক্সতে ভরে তা ৫০ কিলোমিটার দূরের জঙ্গলে রেখে আসে। সম্প্রতি মৃত নওসাদের বাক্স বন্দি দেহ উদ্ধার হতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল শুক্ল। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে সৌরভ বাড়িতে ফিরলে, তাঁকে খাবারের ভিতর ঘুমের ওষুধ দিয়ে খাওয়ানো হয়। এরপর নির্মমভাবের সৌরভের দেহ খণ্ডিত করে বড় প্লাস্টিকের ড্রামে ভরে সেখানে সিমেন্ট পেস্ট করে মুসকান ও সাহিল।
যে ঘটনা প্রকাশ্যে আসার পর তা নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় হইচই। মীরাটের পর এবার দেওরিয়ায় সেই একইভাবে স্বামী বাড়িতে ফেরার পর খুনের পর দেহ বাক্স বন্দি করে ছুঁড়ে ফেলে দেয় স্ত্রী।