
মুম্বই, ২১ এপ্রিলঃ বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। কখনও শোনা যাচ্ছে, শাশুড়ি-বৌমার (জয়া বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন) সম্পর্কের সমীকরণ জমছে না। কখনও আবার ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) এবং অভিষেকের বিচ্ছেদের খবর উঠছে সংবাদমাধ্যমের শিরোনামে। এমন টালমাটাল পরিস্থিতিতে ১৮'তম বিবাহবার্ষিকীতে স্বামী অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) একটি ছবি শেয়ার করলেন বিশ্ব সুন্দরী। আর এই ছবি দম্পতির সংসার ভাঙার সমস্ত গুঞ্জনে নিমেষে জল ঢেলেছে। অটুট রয়েছে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক। তা এই ছবির মধ্যেই স্পষ্ট।
বিচ্ছেদের গুঞ্জনে জলঃ
রবিবার ছিল ২০ এপ্রিল। আঠেরো বছর আগে এই দিনেই এক হয়েছিল ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের চারহাত। এই ছবির মধ্যে দিয়ে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অভিনেত্রী। স্বামী এবং মেয়ের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে সাদা হৃদয়ের ইমোজি বসিয়েছেন অভিষেক ঘরণী। ছবিতে তিন জনের পরনে রয়েছে সাদা পোশাক। সেই সাযুজ্য রেখেই সাদা হৃদয়ের ইমোজি। সমাজমাধ্যমে হু-হু করে ছড়িয়েছে পড়েছে সেই ছবি। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে পরিবার জোড়ার এই ছবিটি চোখ টেনেছে নেটিবাসীর। তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনুরাগীরা। নায়িকার (Aishwarya Rai Bachchan) ছবির কমেন্ট বক্সে চোখে পড়েছে শ্বশুর অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) একটি কমেন্ট। ছেলে, বৌমা এবং নাতনির ছবিতে একটি লাল রঙের হৃদয় বসিয়েছেন বিগ বি।
১৮'তম বিবাহবার্ষিকীতেঃ
View this post on Instagram
সপ্তাহ দুই আগেই ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যকে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে নায়িকা তাঁর বিখ্যাত গান 'কাজরা রে'-তে স্বামী এবং মেয়ের সঙ্গে তাল মিলিয়ে নেচেছিলেন। ভাইরাল হয়েছিল সেই ভিডিয়োও। যা ইঙ্গিত দিয়েছিল দম্পতির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে।