নকশাল-মুক্ত ভারত অভিযানে এবার সাফল্য মিলল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ৮ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, ৮টি দেশীয় রাইফেল এবং একটি পিস্তল। নিহত ৮ মাওবাদীর মধ্যে বিবেক নামে এক মাওবাদীও রয়েছে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি। বিবেকের মাথার দাম ছিল ১ কোটি টাকা। এই অভিযানে সুরক্ষা বাহিনীর কোনও জওয়ান আহত হননি। এখনও তল্লাশি অভিযান চলছে।
সিআরপিএফ জানিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর। এনকাউন্টারস্থল একটি এসএলআর এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Jharkhand | In the Bokaro encounter, Vivek, a maoist with a reward of Rs 1 crore, was also killed during the encounter. A total of 8 bodies of naxals have been recovered so far: DGP Jharkhand pic.twitter.com/1CGdD1iIJh
— ANI (@ANI) April 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)