মোনালিসার ছবি মানেই হট লুক। অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma boudi) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু বৌদি হট লুকের ভিডিও পোস্ট করেছেন। একটি ছবিতে তিনি গাঢ় কমলা রঙের ওয়ান-শোল্ডার টপ পড়েছেন। শরীরের অনেকটা অংশ খোলা। একেবারে সেক্সি লুকে। ঝকঝকে স্টোন ওয়ার্কের স্ট্র্যাপ পড়েছেন। কানে বড় হুপ ইয়ার রিং। খোলা চুলে হট আবেদন। কোন রেস্তোরাঁয় স্যুট হয়েছে।

অন্য ছবিতে তিনি হালকা গোলাপি রঙের স্লিভলেস টপ পরেছেন। ন্যাচারাল এক্সপ্রেশন সকলের নজর কেড়েছে। আলো আঁধারিতে যেন সেক্সের সাথে এক রহস্যের আবহ। সম্ভবত পার্টির বা নাইট আউটের মুহূর্ত। তাঁর সোশ্যাল সাইডে এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা।

প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি ও রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি (Jhuma boudi)। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় হট ও সেক্সি ছবি ও নাচের রিল বা ভিডিওর পোস্ট করেন মোনালিসা (Monalisa)। সোশ্যাল মিডিয়ায় মোনালিসা সাধারণত কোনও ছবি বা নাচের রিল পোস্ট করলে সেই ছবি বা রিল খুব কম সময়েই ভাইরাল হয়ে যায়।

মোনালিসা (Monalisa) কোনও ছবি বা নাচের রিল বা ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তার রূপ দেখে চোখ সরাতে পারে না ফলোয়াররা। মোনালিসা ছবি, রিল বা ভিডিও পোস্ট করলেই ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। মোনালিসার সিজলিং হট সেক্সি স্টাইল নজর কেড়ে নেয় তার ফলোয়ারদের।