নয়াদিল্লিঃ পাঁচ মাস আগে হবু স্ত্রীর (Would be Wife) সঙ্গে আলাপ। তারপর স্থির হয় বিয়ের (Wedding) দিনক্ষণ। শুক্রবার ছিল বিয়ে। আর তাই বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন যুবক। আচমকা রাস্তায় ট্রেনে (Train) থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিলেন বর। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। তরুণের বয়স ৩০। উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা তিনি। কর্মসূত্রে রায়বরেলিতে থাকতেন। পাঁচ মাস আগে উত্তরপ্রদেশের ঘোসি এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর।
বিয়ে করতে যাওয়ার পথে আত্মহত্যা তরুণের
শুক্রবার বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। আচমকা ভিড়ের মাঝে ট্রেনের থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তরুণ। জানা গিয়েছে, ট্রেন গৌরীগঞ্জ সেতুর কাছে পোঁছলে গতি একটু কমে যায়। সেই সময়ই ট্রেন থেকে ঝাঁপ দেন তরুণ। শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ রেললাইনের ধার থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। পরিবার সূত্রে খবর,
বিয়ের সিদ্ধান্তে বেশ খুশি ছিলেন তরুণ। তবে কেন এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি? দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন, মাঝপথে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পাত্রের
Groom Jumps Out of Car During Wedding Procession, Dies by Suicide in UP 💔
In a deeply disturbing incident, a man jumped from his wedding procession car and ended his life by stepping in front of a train.
A sad reminder that many people are struggling with mental health and… pic.twitter.com/fWwh2ZIqPa
— Times Always (@timesalways1) April 21, 2025