আজকালকার দিনে অনলাইন পেমেন্ট হয়ে গেছে সহজতম উপায়। ইউপিআই অ্যাড্রেস ঠিকঠাক থাকলেই আপনি PhonePay, GPay, Paytm এর মাধ্যমে দোকানিকে টাকা পাঠিয়ে দেবেন। ফোন নম্বর আপনার মোবাইলের কনট্যাক্ট লিস্টে থাকলে ভাল। নাহলে আপনি টাকা পাঠানোর জন্য কিউআর কোড স্ক্যান করতে পারেন। তবে এই প্রক্রিয়া যতই সহজ হোক না কেন, বিপদও রয়েছে বেশি। সাইবার অপরাধীরা কোথায় জাল ছড়িয়ে আপনাকে বিপদে ফেলবে, ভাবতেও পারবেন না।
তাই UPI দিয়ে পেমেন্টের আগে সেফটি ট্রিক্সগুলি ভালভাবে ঝালিয়ে নিন।
Screen Lock UPI পেমেন্ট করার আগে ফোন-সহ সমস্ত ধরনের পেমেন্ট অ্যাপে স্ক্রিন লক ব্যবহার করে সুরক্ষিত রাখুন। কোনওভাবে আপনার ফোন বেহাত হলে আপনার আর্থিক লেনদেন সুরক্ষিত থাকবে, তাই নয়, আপনর গুরুত্বপূর্ণ নথিও সুরক্ষিত থাকবে। তবে এসব ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সময়, নাম, জন্ম তারিখ, ফোন নম্বর একদম ব্যবহার করবেন না।
Do not share your PIN: কারোর সঙ্গেই PIN শেয়ার করবেন না।একবার কোনওক্রমে ভুল হয়ে গেল তৎক্ষণাৎ PIN বদলে দিন।
Do not attend fake Calls: মোবাইলে আসা কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। এর জেরে আপনার ফোনে ভাইরাস ঢুকতে পারে। চুরি হতে পারে তথ্য। একইভাবে ভুয়ো কলও রিসিভ করবেন না। কখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের গচ্ছিত টাকা উধাও হবে, বুঝতেই পারবেন না।
Keep Updating UPI App Regularly: যখনই দেখবে আপডেট চাইছে তখনই UPI App আপডেট করে নিন। এই আপডেট আপনার লেনদেনকে সুরক্ষিত রাখবে।
Avoid Using Multiple Payment Application: যতরকম পেমেন্ট অপশন ফোনের ফিচারে থাকুক না কেন ভরসাযোগ্য অপশন বাদে কোনওটিই ব্যবহার করবেন না। এজন্য সুরক্ষিত পেমেন্ট অ্যাপলিকেশন পেতে ফোনের অ্যাপ-স্টোর অথবা প্লে-স্টোর ব্যবহার করুন।