Punjab: প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা। বসতি এলাকার মধ্যে দুই যুবক বাইকে চেপে এসে এক মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। এলাকার এক আবাসনে লাগানো সিসিটিভি (CCTV) ক্যামেরায় ছিনতাইয়ের গোটা ঘটনাটি ধরা পড়েছে।
ভাইরাল ফুটেজটিতে দেখা যাচ্ছে, স্কুটি চালিয়ে এক ব্যক্তি যাচ্ছেন। পিছনে বসে তাঁর স্ত্রী। হঠাৎই অজ্ঞাত পরিচয়ের দুই যুবক বাইকে চেপে এসে ব্যক্তির স্কুটির পথ আটকায়। প্রথমে একটু হতবাক হন মহিলা এবং তাঁর স্বামী। এরপর দুই যুবক তাঁদের পথ ছেড়ে দিতেই স্কুটিতে স্টার্ট দেন ওই ব্যক্তি। আর ঠিক তখনই পিছন থেকে এসে বাইক আরোহী মহিলার গলার হারটি ধরে হেঁচকা মারেন। চুলেও টান পড়ে মহিলার। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে যান স্বামী-স্ত্রী দুজনেই। চেন ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাইক ছুটিয়ে চম্পট দেয় দুই যুবক।
প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে চেন ছিনতাই, দেখুন
Punjab Shocker: Chain-Snatchers Target Women In Broad Daylight, Incident Caught on Camera (Source: Social Media) pic.twitter.com/qF0CvtYxVX
— Republic (@republic) April 7, 2025
সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। তবে ক্যামেরায় দুই যুবকের কারুরই মুখ ধরা পড়েনি। বাইক চালকের মাথায় ছিল কালো রঙের হেলমেট আর আরোহীর মুখ ঢাকা ছিল সাদা কাপড়ে। দিনের বেলায় বসতি একালায় ঢুকে দুই যুবকের মধ্যে এমন কাণ্ড দেখে হতবাক সকলে। পথেঘাটে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন।