Mustard Oil Tanker Overturned: উত্তরপ্রদেশের বারাণসী-গাজিপুর জাতীয় সড়কে এদিন একটি সরফের তেলের ট্য়াঙ্কার উল্টে পড়ে। চালকের অসাবধানতায় জাতীয় সড়ক থেকে গাড়িটি রাস্তার ধারে একটি মাঠে পড়ে যায়। গাড়িটিতে প্রায় ১০ হাজার লিটার সর্ষের তেল ছিল। দুর্ঘটনার পর সর্ষের তেল বোঝাই ট্য়াঙ্কারটি পুরো উল্টে যায়। চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। এদিকে, উল্টে যাওয়া ট্য়াঙ্কারের তেল গড়িয়ে পড়ে মাঠের এক গর্তে। বেশ কিছুক্ষণ পর সর্ষের তেলের ভরে যায় গর্তটি।
ময়লা ফেলার গর্তটি বদলে তেলের পুকুর হয়ে যায়। এই সুযোগে বাড়ি থেকে কৌটো, ঘটি, ড্রাম নিয়ে সর্ষের তেল সংগ্রহ করতে যায় গ্রামবাসীরা। এক মহিলা গ্রামবাসী জানালেন, তিনি অন্তত চার ড্রাম ভর্তি সর্ষের তেল নিয়েছেন, যাতে তার পরিবারের অন্তত বেশ কয়েক মাসের রান্না হয়ে যাবে।
কিন্তু যে গর্তে সর্ষে তেল পড়ে ভরে যায়, সেই গর্তে ময়লা, মৃত পশুপাখি ফেলা হয়। ফলে সেই সর্ষে তেল কতটা স্বাস্থ্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেখুন কীভাবে রাস্তায় পড়ে আছে সর্ষের তেলের ট্যাঙ্কার
𝐓𝐚𝐧𝐤𝐞𝐫 𝐨𝐯𝐞𝐫𝐭𝐮𝐫𝐧𝐬 𝐨𝐧 𝐔𝐏 𝐡𝐢𝐠𝐡𝐰𝐚𝐲, 𝐥𝐨𝐜𝐚𝐥𝐬 𝐠𝐚𝐭𝐡𝐞𝐫 𝐦𝐮𝐬𝐭𝐚𝐫𝐝 𝐨𝐢𝐥 𝐟𝐫𝐨𝐦 𝐩𝐢𝐭
with no reported… pic.twitter.com/VLBxfApJEq
— IndiaToday (@IndiaToday) April 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)