Suhana Khan, Shah Rukh Khan, Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ এপ্রিল: মেয়ে দুয়া-র জন্মের পর এবার বড় চমক দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। দুয়ার জন্মের পর পর্দায় ফিরছেন দিপ্পি। এমন খবর নিশ্চিত হওয়ার পর জানা যাচ্ছে, শাহরুখ খানের (Shah Rukh Khan) পরবর্তী ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের ছবি 'কিং' এ দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে তবে অতিথি শিল্পী হিসেবে। আরও খবর, কিং ছবিতে শাহরুখ-কন্যা সুহানা খানের (Suhana Khan) মায়ের চরিত্রে দেখা যেতে পারে বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীকে।

আরও পড়ুন: Shah Rukh Khan Video: সাধের মন্নত ছাড়তে হল শাহরুখ খানকে, স্ত্রী, কন্যাকে নিয়ে উঠলেন অন্যের বাড়িতে দেখুন ভিডিয়ো

দীপিকা পাড়ুকোন কি সত্যিই টিম কিং এ যোগ দিচ্ছেন?

রিপোর্টে প্রকাশ, শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকার চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। অর্থাৎ এই ছবিতে সুহানা খানের মায়ের চরিত্রে দীপ্পি অভিনয় করছেন বলে খবর।

ওম শান্তি ওম থেকে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানের যে জুটি তৈরি হয়, তা এবার কিং এও অব্যাহত থাকছে বলে খবর।

কিং নিয়ে আরও খবর

প্রথমে জানা যায়, সইফ আলি খান এবং তব্বুকে কাস্ট করানোর কথা ছিল কিং এ। পরবর্তীকালে সেই পরিকল্পনায় ভাটা পড়ে। এরপরই দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসে ক্যামিও হিসেবে। জানা যাচ্ছে, কিং-এ অভিষেক বচ্চনের দেখা মিলবে ভিলেন হিসেবে। মুঞ্জা-খ্যাত অভয় শর্মাকেও শাহরুখ, দীপিকার পরবর্তী এই ছবিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে খবর।