
মুম্বই, ৭ এপ্রিল: নতুন বাড়িতে প্রবেশ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। গোটা পরিবারকে নিয়ে ব্যান্দ্রার পালি হিলের বাড়িতে প্রবেশ করেন কিং খান। রবিবার মন্নত (Mannat) ছেড়ে ব্যান্দ্রার পালি হিলের বাড়িতে ঢুকতে দেখা যায় কিং খানকে। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং মেয়ে সুহানা খান। মন্নতে শুরু হয়েছে কাজ। ফলে আগামী দু বছর বলিউডের (Bollywood) অন্যতম প্রযোজক বাসু ভাগনানির পালি হিলের বাংলোতে থাকবেন শাহরুখ খানরা। আপাতত ২ বছরের জন্য শাহরুখ খান, গৌরী খানরা (Gauri Khan) মন্নত ছাড়লেন বলে খবর।
ফিল্মিজ্ঞানের একটি ভিডিয়োতে দেখা যায়, গৌরী এবং সুহানাকে (Suhana Khan) নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করছেন শাহরুখ খান। গাড়ি থেকে নেমে নয়া বাড়িতে প্রবেশ করতে দেখা যায় বলিউডের এই প্রথম সারির পরিবারকে।
আরও পড়ুন: Shah Rukh Khan: সাধের 'মন্নত' ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ, নতুন অ্যাপার্টমেন্টের ভাড়া কত জানেন?
পূজা কাসায় প্রবেশ করলেন শাহরুখ খান, গৌরী খানরা...
View this post on Instagram
কেন খান পরিবারকে দেখা যায় মন্নত ছাড়তে
জানা যায়, মন্নতে কাজ শুরু হয়েছে। প্রায় ২ বছর সময় লাগবে মন্নতের কাজ সম্পূর্ণ হতে। সেই কারণে মন্নত ছেড়ে প্রযোজক বাসু ভাগনানির পূজা কাসা নামে পালি হিলে যে বিলাসবহুল বাংলো রয়েছে, সেখানে থাকবেন শাহরুখ খানরা। রেড চিলিজ়ের সঙ্গে ইতিমধ্যেই প্রযোজক বাসু বাগনানির সমস্ত তথ্য আদান প্রদান সম্পন্ন হয়েছে এ বিষয়ে। মন্নতে কাজের জন্যই আপাতত শাহরুখ খানকে সাধের বাড়ি ছাড়তে হয়েছে বলে খবর।
গ্রেড থ্রি হেরিটেজের তকমা মন্নতকে
সূত্রের খবর মে মাস থেকে মন্নতে কাজ শুরু হবে। মে মাস থেকে কাজ শুরু হওয়ার আগেই পূজা কাসায় প্রবেশ করেন শাহরুখ খানরা। মন্নতকে ইতিমধ্যেই গ্রেড থ্রি হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। তাই প্রশাসনের সম্পূর্ণ অনুমতি এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপেই সেখানে কাজ শুরু হয়েছে বলে খবর।