
নয়াদিল্লিঃ এবার সাধের 'মন্নত'(Mannat) ছাড়তে হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে(Shah Rukh Khan)। ২৫ বছর পর প্রথম মন্নত ছেড়ে থাকবেন কিং খান। জানা গিয়েছে, মুম্বইয়ের পালি হিলে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, মান্নাতে সংস্কারের কাজ শুরু হবে। আগামী মে মাস থেকে শুরু হবে সংস্কারের কাজ। তাই আপাতত বেশকিছু দিনের জন্য ওই অ্যাপার্টমেন্টই হবে খান পরিবারের নতুন ঠিকানা। পালি হিল এলাকার পূজা কাসা ভবনে অবস্থিত ওই অ্যাপার্টমেন্ট দু'টি। সূত্রের খবর, ৬ হাজার বর্গফুট ও ৪.৫ হাজার বর্গফুটের ওই দু'টি অ্যাপার্টমেন্টর মাসিক ভাড়া ১১.৫৪ লক্ষ ও ১১.৫৪ লক্ষ। ৬ হাজার বর্গফুটের অ্যাপার্টমেন্টটির সিকিউরিটি ডিপোজিট ৩২.৯৭ লক্ষ টাকা। আর অপরটির ৩৬ লক্ষ টাকা।ভগনানি পরিবারের কাছ থেকে নতুন দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন শাহরুখ খান। ৬ হাজার বর্গফুটের অ্যাপার্টমেন্টটির মালিক অভিনেতা জ্যাকি ভাগনানি এবং তাঁর বোন দীপশিখা দেশমুখ। আর দ্বিতীয় ডুপ্লেক্সটি চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানির। ৩৬ মাসের জন্য লিজ নেওয়া হয়েছে দু'টি অ্যাপার্টমেন্ট।
বদলে গেল অভিনেতা শাহরুখ খানের ঠিকানা
মন্নত থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই অবস্থিত ওই দু'টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। শাহরুখের ভাড়া বাড়ির ঠিক বিপরীতেই রয়েছে বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারের বাংলো। কাছেই রয়েছে কাপুর পরিবারের একটি বাংলো ও অভিনেতা সঞ্জয় দত্তের বাড়ি। প্রসঙ্গত, ২০০১ সালে ১৩.০১ কোটি টাকা দিয়ে 'মন্নত' কিনেছিলেন শাহরুখ। তারপর সাধের 'মন্নত'কে একটু একটু করে সাজিয়েছেন শাহরুখ ও গৌরী।
সাধের 'মন্নত' ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ
Bollywood superstar Shah Rukh Khan to leave Mannat; to stay in Puja Casa temporarily
NDTV's @AbiraDhar brings this special report pic.twitter.com/9upcbNgwdW
— NDTV (@ndtv) March 19, 2025