Bangladesh Protest Against Brutalities in Gaza (Photo Credits: X)

গাজায় (Gaza) গণহত্যা অব্যাহত। নিত্য বহু মানুষ মরছে সেখানে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু এবং নারী। জগৎটাকে চেনার আগে, বেড়ে ওঠার আগেই যুদ্ধের বলি হচ্ছে প্যালেস্টাইনের হাজার হাজার নিরীহ শিশু। গাজা উপত্যকায় ইজরায়েলের (Israel) একের পর এক মৃত্যু হামলার প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। দিকে দিকে চলছে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশবাসী। রবিবার হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। ইজরায়েল-গাজা (Israel-Gaza War) যুদ্ধ ভঙ্গের পথে না গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উলটে নিজের সমর্থন দিয়েছে ইজরায়েলকে। আমেরিকার সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে গত কয়েক মাস ধরেই বাংলাদেশ জুড়ে বিক্ষোভ জারি রয়েছে। প্যালেস্তাইনের উপর ইজরায়েল সেনা বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে পদ্মপাড়ের দেশটিতে। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মিরপুর, উত্তরা-সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিক্ষোভে নেমে পড়েন। সকালের দিকে বিক্ষোভের চেহারা শান্তিপূর্ণ থাকলেও যত সময় গড়িয়েছে সহিংসতায় জড়িয়েছে বিক্ষোভকারীরা।

পথে নেমেছেন পড়ুয়ারাঃ

বাংলাদেশের সংবাদমাধ্যম মারফত খবর, সিলেটে মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসি এবং আন্তর্জাতিক জুতোর ব্র্যান্ড বাটার একটি শোরুমে হামলা এবং ভাঙচুর চলেছে। মার্কিন ও ইজরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশবাসী।

কেএফসি ভাঙচুরঃ

 

কেএফসিতে ভাঙচুরের সময় একই ভবনের নীচের তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের রিসেপশনে এবং স্থানীয় একটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ আন্দোলনকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলেও জানা যাচ্ছে।