
MI vs RCB, IPL 2025: চোট সারিয়ে মাঠে ফিরলেন মুম্বই ইন্ডিয়ন্স-এর তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সোমবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে নামলেন বুমরা।চলতি আইপিএলে এটাই বুমরার প্রথম ম্যাচ। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের প্রথম ম্যাচে খেলতে পারেননি বুমরা। গত আইপিএলে ২০টি উইকেট নেন বুমরা।
ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় আছেন রোহিত শর্মা
বিরাটদের বিরুদ্ধে ওয়াংখেড়ে-তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকল রোহিত শর্মার নাম। চোটের কারণে রোহিত গত ম্যাচে খেলতে পারেননি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আরও পড়ুন-চলতি আইপিএলের শেষেই অবসর কোহলির? ভাইরাল পোস্টটা কি সত্যি
মুম্বই ইন্ডিয়ন্সের প্রথম একাদশ- উইল জ্যাকস, রায়াল রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক) নমন ধীর, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা, ভিগনেশ পুখুর।
আরসিবি-র প্রথম একাদশ- বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাদিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার, জোস হ্যাজেলউড, যশ দয়াল।
দেখুন দুই দলের প্রথম একাদশ
#HardikPandya wins the toss & #MI will field first! 💙
🚨#JaspritBumrah & #RohitSharma return to the XI, while #RCB stick with the same side!
Will Bengaluru find a win at Wankhede after 2016? Or will Mumbai extend their dominance at home? 👀
Watch the LIVE action ➡… pic.twitter.com/Qt3TYAtVfR
— Star Sports (@StarSportsIndia) April 7, 2025
ঈর্ষণীয় পেস আক্রমণ মুম্বইয়ের
মুকেশ আম্বানির দলের ১৮ কোটি টাকার তারকা পেসার চলতি আইপিএলে মুম্বইয়ের প্রথম চারটি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। এবার বিরাট কোহলিদের বিরুদ্ধে নতুন বলে ট্রেন্ট বোল্টের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে বুমরা-কে। বুমরা-র অনুপস্থিতিতে ক'দিন আগে আইপিএল অভিষেক হওয়া অশ্বিনী কুমার বেশ ভাল বল করছেন। অভিষেক আইপিএল ম্যাচে নাইটদের বিরুদ্ধে ২৪ রানে চার উইকেট নেন। মুম্বইয়ের পেস আক্রমণে রয়েছেন সঙ্গে রয়েছেন দীপক চাহার। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটের দুরন্ত স্পেল করেন। বুমরা ফেরার পর মুম্বইয়ের পেস আক্রমণ যে ঈর্ষণীয় দেখাচ্ছে তা নিয়ে সন্দেহ নেই।