
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চলা অবসর জল্পনার মাঝে আচমকা হাজির বিরাট কোহলি জল্পনা। গত বছর টি-২০ বিশ্বকাপে জিতে, দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এবার নাকি সব ধরনের টি-২০ ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দেখা যাচ্ছে, ব্রেকিং নিউজের প্লেটে লেখা, চলতি মরসুম শেষেই আইপিএল থেকে অবসর নিতে চলেছেন বিরাট। অনেকেই এই পোস্ট শেয়ার করে, লিখেছেন, এটা হৃদয়ভঙ্গ করার মত খবর। কোহলির আরও কয়েকটি মরসুম খেলা উচিত ছিল ৩৬ বছরের কোহলির।
সত্যিই কি মরসুম শেষেই আইপিএলে অবসর কোহলির ?
কিন্তু ফ্যাক্ট চেকের প্রথম ধাপেই ধরা পড়ে গেল, এই পোস্ট পুরোপুরি ভুয়ো। কোহলির অবসরের কোনওরকম সম্ভাবনাই নেই। কদিন আগেই কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিলেও কোহলির ফিটনেস এখনও সবাইকে টেক্কা দেয়। ফর্ম ঠিকমত থাকলেও টেস্টে আরও অন্তত বছর ৩-৪ খেলতে পারেন কোহলি। ওয়ানডে-টা নির্ভর করছে সম্পূর্ণ কোহলির ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের ওপর। আর আইপিএল? 20 ওভারের ক্রিকেটের বিপুল অর্থের আইপিএলে অবসরের সম্ভাবনা সবার শেষে আসবে।
আর কতদিন খেলতে পারেন কোহলি
সৌরভ, যুবরাজ থেকে ধোনি। সবার ক্ষেত্রেই একই হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরেও চুটিয়ে আইপিএল খেলছেন। ধোনি তো ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ৬ বছর পরেও ৪৩ বছর বয়সে দিব্য়ি খেলছেন।
চলতি আইপিএলেও ভাল খেলছেন কোহলি। এখনই আইপিএল থেকে কোহলির অবসরের কোনওরকম সম্ভাবনা নেই।