
MI vs RCB, IPL 2025: সোমবার রাতের ওয়াংখেড়েতে অসম্ভব করে সম্ভব করে দিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া আর তিলক ভর্মা। ২২১ রান তাড়া করার এভারেস্ট সমান টার্গেটের সামনে একেবারে হাতের মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচে শেষের দিকে অবিশ্বাস্য ব্যাটিং হার্দিক (১৫ বলে ৪২) ও তিলক (২৯ বলে ৫৬)-এর। তবে শেষরক্ষা হল না মুম্বইয়ের। ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে ১২ রানে হারিয়ে এবারের আইপিএলে চারটে খেলে তিনটেতে জিতল বেঙ্গালুরু। দুই দল মিলিয়ে ওয়াংখেড়েতে এদিন করল ৪৩০ রান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪২ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ৩২ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার।
তিলকের আউটে টার্নিং পয়েন্ট
ভূবনেশ্বর কমারের বলে তিলক, আর হ্যাজেলউডের বলে হার্দিকের আউটের পরেই পরিষ্কার হয়ে যায় বেঙ্গালুরুর জয়। জয়ের জন্য রেকর্ড ২২১ রান তাড়া করতে নেমে করতে গিয়ে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে বেজায় চাপে পড়ে গিয়েছিল আম্বানিদের ফ্র্য়াঞ্চাইজি। রোহিত শর্মা (১৮), রায়ান রিকেলটন (১৭), উইল জ্যাকস (২২), সূর্যকুমার যাদব (২৮)-রা সেট হয়ে আউট হয়ে যান।
দারুণ জয় মুম্বইয়ের
2015 ➡ 2025 & #RCB complete the 10-year challenge in some fashion! ❤🙌🏻
A last over thriller that had everyone on the edge of the seats and needless to say, #IPLRivalryWeek has just begun! 💪🏻
Next up on #IPLonJioStar 👉 #KKRvLSG TUE, 2:30 PM, LIVE on Star Sports 2, Star Sports… pic.twitter.com/wgOPM8aT8O
— Star Sports (@StarSportsIndia) April 7, 2025
দারুণ ব্যাটিং বিরাট কোহলির
ওয়াংখেড়ে-তে আরসিবি (RCB)-র বিস্ফোরণ। এবারের আইপিএলে (IPL 2025) জশপ্রীত বুমরা (Jashprit Bumrah)-র প্রথম ম্যাচে বিরাট কোহলি, রজত পাতিদার-রা মাতিয়ে দিলেন। মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইইকেটে ২২১ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে নামা বিরাট কোহলি (৪২ বলে ৬৭) দুরন্ত ইনিংস খেললেন। বিরাটের চেয়েও বেশী বিশ্বংসী ইনিংস খেলে দলের রানকে অনেকটা বড় জায়গায় নিয়ে গেলেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার (৩২ বলে ৬৪)।
রজতের বিস্ফোরণ, জিতেশের দারুণ ক্যামিও
শেষবেলায় ১৯ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলের রানকে দারুণ জায়গায় নিয়ে যান জিতেশ শর্মা। চোট সারিয়ে প্রথমবার আইপিএল ২০২৫-এ নেমে বুমরা কোনও উইকেট পেলেন না, সেখানে ৪ ওভারে দিলেন ২৯ রান।