Ayushmann Khurrana and Tahira Kashyap (Photo Credits: Instagram)

মুম্বই, ৭ এপ্রিলঃ ফের ক্যানসার ফিরে এল অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) স্ত্রী তাহিরা কাশ্যপের শরীরে। এই নিয়ে দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হলেন লেখিকা তথা চলচ্চিত্র নির্মাতা তাহিরা (Tahira Kashyap)। সাত বছর আগে স্তন ক্যানসার বাসা বেঁধেছিল অভিনেতার স্ত্রীয়ের শরীরে। মারণরোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু আবার সেই রোগ ফিরে এসেছে তাহিরার শরীরে। আবারও কঠিন লড়াইয়ের পথে নেমেছেন আয়ুষ্মান-পত্নী। তবে তাঁর বিশ্বাস, এইবারও তিনি জয়ী হবেন।

ফের স্তন ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান-পত্নী তাহিরাঃ

২০১৮ সালে স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হন তাহিরা কাশ্যপ। সাত বছর পর সেই রোগ আবার তাঁর শরীরে ফিরে এসেছে। তাঁর স্বাভাবিক জীবনের তাল ফের কাটতে চলেছে। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিবৃতি প্রকাশ করে দ্বিতীয়বার স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। তাহিরা লেখেন, সাত বছর ধরে তাঁর নিয়মিত চিকিৎসা চলছে। নিয়মিত ম্যামোগ্রাম করাতেন তিনি। যার ফলে দ্বিতীয়বার তাঁর শরীরে ক্যানসার ফিরে আসায় তা দ্রুত ধরা পড়েছে। প্রথমবারের মত ক্যানসারের সঙ্গে লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডও যে তিনি জিতবেন তা নিয়ে আত্মবিশ্বাসী তাহিরা।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডঃ

নিজের অনুরাগীদের কাছে আয়ুষ্মান-পত্নী অনুরোধ করেছেন তাঁরাও যেন প্রত্যেকে নিয়মিত ম্যামোগ্রাম (Mammogram) করান। এটি এক ধরণের স্তন এক্স-রে পদ্ধতি। যার সাহায্যে স্তন ক্যানসার বা স্তনের অন্যান্য রোগের প্রাথমিক সনাক্তকরণ করা সম্ভব হয়।