
নয়াদিল্লিঃ মুম্বই (Mumbai) নিয়ে গিয়ে নাবালিকাকে (Minor)একমাস ধরে লাগাতার ধর্ষণ (Rape)। গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ায় (Balia)। অভিযুক্ত যুবকের নাম রাজেশ সাহানি। বন্ধু সন্তোষ যাদবের সাহায্য নিয়ে ১৬ বছরের ওই নাবালিকাকে প্রথমে অপহরণ করেন রাজেশ এরপর মুম্বই নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার উপর শারীরিক নির্যাতন চালান রাজেশ। কোনও রকমে মুম্বই থেকে পালিয়ে গ্রামে ফেরে নির্যাতিতা। বাড়িতে গোটা ঘটনার কথা জানায় সে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামের এক যুবকের বিরুদ্ধে
এই ঘটনায় ইতিমধ্যেই ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। রেকর্ড করা হয়েছে নির্যাতিতার বয়ান। নাবালিকার শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। পুলিশি হেফাজতে রয়েছেন রাজেশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে রাজেশের বন্ধু সন্তোষকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা এই রাজেশ ও সন্তোষ। নাবালিকাকে একপ্রকার জোর করে বালিয়া থেকে মুম্বই নিয়ে যায় তাঁরা। ইতিমধ্যেই ধৃত রাজেশ ও সন্তোষের বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
নাবালিকাকে অপহরণ, মুম্বই নিয়ে এসে ১ মাস ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ১
UP Shocker: Ballia Youth Arrested for Abducting 16-Year-Old Girl to Mumbai, Raping Her for One Monthhttps://t.co/1rtqUSrrW5#Ballia #CrimeNews
— LatestLY (@latestly) April 7, 2025