Angry Jaya Bachchan Pushes Elderly Fan (Photo Credits: Instagram)

মুম্বই, ৭ এপ্রিলঃ মুম্বই শহরের এনাচে-কানাচে ছবি শিকারিদের বাড়বাড়ন্ত একেবারেই পছন্দ করেন না প্রবীণ অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan)। পাপারাৎজি তাঁর ছবি তুলতে এলেই ভীষণভাবে ক্ষুব্ধ হন তিনি। কড়া ভাষায় বাধা দেন। তবে এবার এক প্রবীণ মহিলা ভক্তের উপর রেগে গেলেন জয়া। ওই বয়স্ক মহিলা অভিনেত্রীর সঙ্গে ছবি তুলতে চাইলে তাঁকে ঠেলে সরিয়ে দেন অমিতাভ-পত্নী। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো হু-হু করে ছড়িয়ে পড়েছে। তবে প্রবীণ অভিনেত্রীর মহিলা ভক্তের সঙ্গে এমন রূঢ় আচরণ ভালো চোখে দেখলেন না নেটাগরিক।

ঠিক কী ঘটেছিল?

রবিবার ছিল প্রয়াত অভিনেতা মনোজ কুমারের (Manoj Kumar) প্রার্থনা সভা। বলিউডের বহু তারকা সেই প্রার্থনা সভায় উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই এক অস্বস্তিকর ঘটনা ঘটল। এক বয়স্ক মহিলা ভক্ত প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে ছবি তুলতে চেয়ে তাঁর গায়ে হাত দিয়ে ডাকেন। আর তাতেই চটলেন অমিতাভ-পত্নী। রেগে গিয়ে মহিলার হাত ধরে টেনে দূরে সরিয়ে দিলেন। তারকাকে দেখে তাঁর সঙ্গে ছবি তোলার জন্যে মহিলা ভক্ত যতটা আগ্রহী ছিলেন মুহূর্তে তাঁর চোখ-মুখ করুণ হয়ে গেল। ক্ষমা চাইলেন অভিনেত্রীর কাছ থেকে।

বয়স্ক মহিলা ভক্তকে ঠেলে সরালেন জয়া বচ্চনঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ওই মহিলা ভক্তের সঙ্গে এক প্রবীণ ব্যক্তিও ছিলেন, সম্ভবত স্বামী। তিনি মহিলার সঙ্গে জয়া বচ্চনের ছবি তুলে দেবেন বলে আগে থেকেই ফোনের ক্যামেরা চালিয়ে রেখেছিলেন। মহিলা অভিনেত্রীকে গায়ে হাত দিয়ে ডাকতেই তিনি যেভাবে চটে গেলেন তাতে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে দেন ওই ব্যক্তি। জয়ার কাছে ক্ষমা চান তিনিও।