Sylhet Bata Showroom Vandalize. (Photo Credits: FB)

Sylhet Bata Showroom Vandalize  Video: বাংলাদেশের সিলেটে অবাক করা কাণ্ড। প্যালেস্টাইনের সাধারণ মানুষের ওপর ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এদিন দুপুরে সিলিটে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার দুপুরে হওয়া 'ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' নামের সেই কর্মসূচিতে ক্ষোভের বদলে অরাজকতা ধরা পড়ল। ইজরায়েলের কোম্পানির সফ্ট ড্রিঙ্কস রাখার অভিযোগে সিলেটে কেএফসি-র রেস্তোরাঁ-য় হামলা হল। ভাঙচুর করা হল বাজারের আরও কয়েকটি দোকান। অরাজকতার সুযোগ নিয়ে বাটার শো রুমের দরজা ভেঙে ঢুকে পড়ে জুতো চুরি করতে যান অনেকে।

বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সেটা দেখতে পেয়ে লাঠি নিয়ে তেড়ে যেতেই শোর রুমের ভিতর থেকে একে একে সব বেরিয়ে এসে পালিয়ে যেতে থাকেন। সেনার লাঠির আঘাতের ভয়ে ছুটোছুটি পড়ে যায়। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমে খবর জিন্দাবাজার, বন্দরবাজার, নগরীর দরগাহ সহ বাটার চারটি শোরুমে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

দেখুন বাটার শোরুম লুঠের চেষ্টা