A new study says nearly all our ancestors died in a dramatic event 900,000 years ago

নয়াদিল্লি : কল্পনা করুন এখন সময়টা ৯০০,০০০ বছর আগে, আপনি প্রকৃতির সুন্দর পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এভাবে চলতে চলতে হটাৎ করে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে আপনার চারপাশের প্রায় সবাই মারা যাচ্ছে। এরমধ্যে আপনি কোনোমতে বেঁচে  রয়েছেন। বিষয়টা বাস্তবতা থেকে অনেক দূর মনে হলেও এমনটাই ঘটেছিল আপনার পূর্বপুরুষের সঙ্গে। সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্ট এমনটাই তুলে ধরেছে। জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, আমাদের পূর্বপুরুষরা যখন আফ্রিকায় বসবাস করছিলেন তখন আকস্মিকভাবে জনসংখ্যা হ্রাস পেয়েছিল। শুধুমাত্র ১,২৮০ জন মানুষ বেঁচেছিল। তারাই প্রায় ১১৭,০০০ বছর ধরে জনসংখ্যাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছেন। তাদের কিছুটা হয়তো আপনার মধ্যে রয়েছে। গবেষকরা খুঁজে বের করতে চেষ্টা করছেন সেই ১,২৮০ জন বেঁচে থাকা মানুষ নিয়ান্ডারথাল, ডেনিসোভান এবং আধুনিক মানুষের পূর্বপুরুষ কিনা! আরও পড়ুন : Aditya-L1 Mission: চাঁদের পর এবার ইসরোর চোখ সূর্যে, আদিত্য এল-১ মিশন পাড়ি দিতে প্রস্তুত

হটাৎ করে বিলুপ্তির কারণ হিসেবে গবেষকরা জলবায়ু পরিবর্তনের কারণ বলেই মনে করেন। নৃবিজ্ঞানের অধ্যাপক জর্জিও মানজি বলেন, “এই গ্রহটিতে 8 বিলিয়নেরও বেশি লোকের জনসংখ্যা রয়েছে, এর অর্থ হল আমরা আমাদের অভিযোজিত ক্ষমতার জন্য অসংখ্য প্রতিকূল ঘটনা থেকে বাঁচতে পেরেছি, এটি আসলে আমাদের ভাগ্যের লিখন।“

বর্তমান পরিবর্তিত জলবায়ু কি মানবজাতিকে ফের বিলুপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে?

এবিষয়ে গবেষক মানজি জানিয়েছেন, “বর্তমানে মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তন আমাদের আবারও বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। আমদের সে দিকে নজর দেওয়া উচিত।”