চিন থেকে আসছে COVID-19 কিট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৩ এপ্রিল: চিন (China) থেকে COVID-19 কিটের প্রথম চালান ১৫ ই এপ্রিল এসে পৌঁছবে ভারতে (India)। এই র‍্যাপিড টেস্ট কিটগুলি (Rapid Test Kit) আসার পরই দেশে করোনা ভাইরাস পরীক্ষা বাড়ানো হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর প্রধান বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদকর স্বাস্থ্য মন্ত্রকের কোবিড-১৯ সংকট নিয়ে প্রেস ব্রিফিংয়ের সময় এই তথ্যই দিয়েছেন।

এই র‍্যাপিড টেস্ট কিটগুলি করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর হবে কারণ নমুনাগুলির ফলাফল ৩০ মিনিটের মধ্যে বের হয়ে আসে। প্রতিবেদন অনুসারে, ভারত চিনের কাছে প্রায় চার লাখ টেস্টিং কিটের অর্ডার দিয়েছিল। তবে, রবিবার ভারতের জন্য যে কিটগুলিবরাদ্দ করা হয়েছিল সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করা হওয়ায় এদেশে উদ্বেগজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আরও পড়ুন, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯, ১৫২; মৃতের সংখ্যা ৩০৮

ভারতে ১১ এপ্রিল পর্যন্ত কোভিড -১৯-এর জন্য দেড় লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গত এপ্রিল থেকে পরীক্ষাগুলির সংখ্যা গত পাঁচ দিনে গড়ে প্রায় ১৫, ০০০ দাঁড়িয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় তামিলনাড়ুতে সংক্রমণের হার বেশি বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তামিলনাড়ুতে ৯.৮ শতাংশ মানুষ পরীক্ষার জন্য নেওয়া মোট নমুনার মধ্যে করোনা ভাইরাস হয়েছে।

ভারতে সোমবার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯, ০০০ ছাড়িয়েছে। মন্ত্রকের রিপোর্ট বলছে সোমবার দেশে করোনা আক্রান্তের (Coronavirus Cases) সংখ্যা পৌঁছালো ৯ হাজার ১৫২-তে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন, ৩৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ৩০৮। সাত হাজার ৯৮৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। ৮৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১,৯৮২ জন। একদিনে মুম্বইতে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। পুনেতে তিন জনের, নবি মুম্বইতে ২ জনের, সোলাপুরে ১ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৪৯। মুম্বইতে এখনও পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে।