Helmet in Local Train For Safety (Photo credits: Twitter)

দুই চাকার যান, বাইক বা স্কুটারে উঠলে পরতেই হবে হেলমেট। শারীরিক অসুস্থতা থাকলেও হেলমটের ব্যবহারের বাধ্যতামূলক নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। কারণ দু চাকার যানে তালক বা সফরকারীদের জীবন বাঁচাতে হেলমেট বড় ভূমিকা নয়। এমন কথাই সাফ জানাল কেরল হাইকোর্ট।

কেরলের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা। ট্র্য়াফিক আইন ভাঙলেই সেই AI ক্যামেরা পুলিশকে জানিয়ে জরিমানার ব্যবস্থা করছে। আর এই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। তাঁর যুক্তি হল, তার চোট লাগায় মাথায় কোনোরকম ভারী জিনিস না ব্যবহারের ডাক্তারী পরামর্শ আছে। তাই তিনি বাইকে ওঠার পরেও হেলমেট না পরায় ট্র্যাফিক আইন ভাঙার নিয়ম থেকে ছাড় দেওয়া হোক।

দেখুন টুইট

যা নিয়ে কেরল হাইকোর্ট জানাল, রাজ্য়ে অনেক রকম সরকারী ও বেসরকারী যানবাহন আছে। শরীর খারাপ থাকায় হেলমেট পরা না গেলে তাদের বাস, ট্য়াক্সির মত যানবাহন ব্যবহার করা উচিত। বাইকে উঠতে বা চালাতে হলে হেলমেট পরতেই হবে। কারণ এটা সুরক্ষার জন্য একান্ত প্রয়োজন। কোনও অবস্থাতেই সুরক্ষার প্রশ্নে আপোষ করা হবে না।