আহমেদবাদ, ১৪ জুলাই: চিকিৎসা চলাকালীন মৃত ব্যক্তির রক্ত পরীক্ষা করে জানা গেল, তাঁর শরীরে থাকা রক্তের গ্রুপ অদ্বিতীয় (EMM Negative)। এই প্রথম ভারতে কোনও অদ্বিতীয় রক্ত গ্রুপের মানুষের সন্ধান মিলল। বিশ্বের মধ্যে এটি দশম-তম ঘটনা।
গুজরাতের রাজকোটের ৬৫ বছর বয়সী বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন গতবছরে। তারপর তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। এজন্য বৃদ্ধের রক্তের গ্রুপ জানা জরুরি হয়ে পড়ে। তবে রক্ত পরীক্ষা হলেও রাজকোটে কোনও গ্রুপের সঙ্গেই সেই রক্তকে মেলানো যায়নি। আরও পড়ুন-Samsung Galaxy M13, Galaxy M13 5G Price Leaked: আনুষ্ঠানিক প্রকাশের আগেই ভারতের বাজারে প্রকাশ্যে স্যামসাঙের নতুন মডেলের মূল্য, কত জানেন?
এরপর রোগীকে আহমেদাবাদে স্থানান্তরিত করা হলেও কাজের কাজ কিছু হয়নি। সেখানেও ওই ব্যক্তির রক্তের গ্রুপের সন্ধান মেলাতে পারেননি চিকিৎসকরা। ল্যাবরেটরিতে পরীক্ষা করে রোগীর রক্তে অদ্ভুত উপাদানের প্রমাণ মেলায় তাঁর সঠিক বিবরণ জানতে নিউইয়র্কে পাঠানো হয়। এক বছর সময় লাগল সেই টেস্ট সম্পন্ন হতে। তারপর জানাগেল বৃদ্ধের রক্তের গ্রুপ AB+ এবং EMM Negative frequency। এর মধ্যে মাসখানেক আগে বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
রেডক্রস সোসাইটির আহমেদাবাদ শাখার ট্রান্সফিউশন ওষুধ বিশেষজ্ঞ জালাক প্যাটেল বলেছেন, O, A, B এবং AB হল মানুষের শরীরে পাওয়া সাধারণ রক্তের গ্রুপ। ওই রোগীর রক্তের গ্রুপ নির্ধারণ করতে সব ধরণের পরীক্ষা করানো হয়েছে। তাঁর ছেলেময়েদের রক্তের গ্রুপের নমুনার সঙ্গেও সাদৃশ্য পাওয়া যায়নি। কিছু একটা অদ্ভুত বিষয় প্রত্যক্ষ করেই রোগীর রক্তের নমুনা নিউইয়র্কে টেস্টের জন্য পাঠানো হয়।
তবে সিদ্ধান্তে আসতে নিউইয়র্কের ওই গবেষণাগারের বছর লেগে গেল। কোভিড অতিমারির জন্য গোটা প্রক্রিয়াই অনেক দেরিতে শুরু হল। এর মধ্যে চিকিৎসকরা ওই রোগীর হিমগ্লোবিনের মাত্রা বাড়াতে ওষুধও দিলেন। এদিকে হিমোগ্লোবিন লেবেল বেড়ে যাওয়ায় রোগীর শরীরে অস্ত্রোপচার সম্ভবপর হল না। তাই তা স্থগিত রাখলেন চিকিৎসকরা। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধ। তারপর মাসখানেক আগে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়।